বুধবার, ২৭ নভেম্বর ২০২৪ ।। ১২ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
অন্তর্বর্তী সরকার ব্যর্থ হলে আবারও অন্ধকারে নিমজ্জিত হবে দেশ: ফখরুল চক্রান্তের ফাঁদে না পড়ে সর্বোচ্চ ধৈর্য ধারণের আহ্বান শায়খ আহমাদুল্লাহর ভোলায় জুলাই-আগস্ট বিপ্লবে শহীদদের স্মরণে দোয়া ও স্মরণসভা চরমোনাইর বার্ষিক অগ্রহায়ণ মাহফিল বুধবার, চলছে সর্বশেষ প্রস্তুতি সবাইকে শান্ত থাকার আহ্বান আসিফ মাহমুদের অসহায় শীতার্তের পাশে মাওলানা গাজী ইয়াকুবের তাকওয়া ফাউন্ডেশন দেশের তিন জেলায় শিক্ষক নিচ্ছে ‘আলোকিত মক্তব’ বৃদ্ধার দাড়ি টেনে ছিঁড়ে ফেলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল প্রতিবন্ধীদের ধর্মীয় ও কারিগরি শিক্ষা দিতে পারলে দেশ এগিয়ে যাবে: ধর্ম উপদেষ্টা ভারতকে হিন্দু রাষ্ট্র করার ষড়যন্ত্র সফল হবে না: মাওলানা আরশাদ মাদানী

সুন্দরগঞ্জে চার মাদরাসায় শতভাগ পাশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: এইচ.এস.সি ও সমমান পরীক্ষার ফলাফল ২০১৯ এ গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় চারটি মাদরাসায় শতভাগ পাশ করেছে।

ইমামগঞ্জ ফাজিল মাদরাসা, ছাইতানতলা আলিম মাদরাসা, চন্ডিপুর এজিএম আলিম মাদরাসা ও রামজীবন আলিম মাদরাসা। এর পরেই ৯৬% পাশ করেছে ভুরারঘাট এম.ইউ ফাজিল মাদরাসা।

৫০% পাশ করে সর্বনিম্ন অবস্থানে রয়েছে বোয়ালী দারুল উলূম মাদরাসা। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, কলেজ ১৫টি কারিগরি কলেজ ৮টি ও মাদ্রাসা ৯টিসহ ৩২টি শিক্ষা প্রতিষ্ঠান চলতি বছর এইচ.এস.সি ও সমমান পরীক্ষায় অংশ গ্রহণ করে।

এর মধ্যে মাদরাসা শাখায় পাশের হার ৯৪%, কারিগরি শাখায় ৮৫% ও সাধারণ কলেজ শাখায় ৬৬%। কারিগরি কলেজগুলোর মধ্যে ৯২% পাশ করে সর্বোচ্চ ফলাফল করেছে আলহাজ্ব সেলিমা মাধ্যমিক ও কারিগরি কলেজ।

৫০% পাশ করে সর্বনিম্ন রয়েছে ধর্মপুর এসআইডি কারিগরি কলেজ। সাধারণ কলেজগুলোর মধ্যে সর্বোচ্চ ৮৭% পাশের হার ধুবনী কঞ্চিবাড়ী ডিগ্রী কলেজে। ৪২% পাশ করে সর্বনিম্ন অবস্থানে রয়েছে শোভাগঞ্জ মহিলা মডেল কলেজ ও ঘগোয়া স্কুল এন্ড কলেজ।

সীচা শুভজান জুলেখা আলিম মাদরাসা ও বজরা কঞ্চিবাড়ী এইউ কারিগরি কলেজ থেকে কেউ পরীক্ষায় অংশ নেয়নি। এব্যাপারে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মূঃ মাহমুদ হোসেন মন্ডল জানান, এ শিক্ষা প্রতিষ্ঠান দুটোর কার্যক্রম ঢিলে-ঢালা। তবে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

-এটি


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ