আওয়ার ইসলাম: সার্ভার জটিলতা ও সৌদি আরবে এজেন্সিগুলো বাড়ি ভাড়া না করায় হজ যাত্রীদের ভিসা পেতে দেরি হচ্ছে। এতে দুর্ভোগ পোহাতে হচ্ছে তাদের। ভিসার জন্য অনেককে ২ থেকে ৩ দিন পর্যন্ত হজ ক্যাম্পে অপেক্ষা করতে হচ্ছে বলে জানা যায়।
ভিসা না হওয়ায় নির্ধারিত ফ্লাইটে যেতে পারছেন না অনেকে। নতুন টিকিট কাটায় অনেককে ঢাকার বদলে চট্টগ্রাম বিমানবন্দর থেকে রওনা হতে হচ্ছে। এদিকে, ভিসা সমস্যার কারণে রাজধানীর আশকোনা হজক্যাম্পে যাত্রীদের ভিড় বেড়েছে।
হজ অফিস জানিয়েছে, ভিসা সংকট কাটাতে চেষ্টা চলছে। এরই মধ্যে এজেন্সিগুলোকে হুঁশিয়ারি দেয়া হয়েছে। ফ্লাইটের ৭ দিন আগে যাত্রীর ভিসা না হলে কঠোর ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি দেয়া হয়েছে।
-এটি