আওয়ার ইসলাম: দেশকে অশান্ত করার খায়েশে যারাই সম্প্রীতি বিনষ্ট করতে চাচ্ছে তাদের বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণ জরুরি হয়ে পড়েছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জমিয়তুল উলামার চেয়ারম্যান ও শোলাকিয়া ঈদগাহ ময়দানের গ্র্যান্ড ইমাম ও জামিয়া ইকরা বাংলাদেশর শাইখুল হাদিস আল্লামা ফরীদ উদ্দীন মাসঊদ।
তিনি বলেন, প্রিয়া সাহারা দেশের ভাবমূর্তি বিনষ্ট করার জন্য অপতৎপরতা চালাচ্ছে। তদন্ত সাপেক্ষে তাদের শিকড় কোথায়
তা খুঁজে বের করা উচিত।
শনিবার (২০ জুলাই) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ দাবি জানান।
বিবৃতিতে রাষ্ট্রদ্রোহীদের বিরুদ্ধে সব রাজনৈতিক দল ও বুদ্ধিজীবীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে আল্লামা মাসঊদ বলেন, এ দেশের নুন পানি খেয়ে যে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করবে, তার বা তাদের অপতৎপরতার বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।
রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্রকারীকে হালকাভাবে দেখার সুযোগ নেই জানিয়ে ফরীদ উদ্দীন মাসঊদ বলেন, এ দেশের মুসলমানগণ শান্তিপ্রিয়। হিন্দু মুসলমান সবসময় সম্প্রীতি রক্ষা করেই চলে আসছে। কোনো বিচ্ছিন্ন ঘটনাকে কেন্দ্র করে বা পার্শ্ববর্তী দেশের ঘটনাকে বাংলাদেশের নামে চালিয়ে দিয়ে ষড়যন্ত্র পাকানো খুবই ঘৃণ্য কাজ। এর দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত।
বিবৃতিতে ফরীদ উদ্দীন মাসঊদ সম্প্রীতি বিনষ্টের জন্য যারাই কাজ করবে তারাই দেশের শত্রু বলে উল্লেখ করেছেন।
সম্প্রতি হিন্দুত্ববাদী সংগঠন ইসকন চট্টগ্রামের মুসলিম শিশুদের মন্ত্র পড়িয়ে খাবার বিতরণকে ধর্মীয় মূল্যবোধের উপর বড় আঘাত উল্লেখ করে আল্লামা মাসঊদ বলেন, এটাকে সম্প্রীতি রক্ষা বলে না। আমরা প্রত্যেক ধর্মের স্বাধীনতাকে বিশ্বাস করি। এ সুযোগে আমাদের কোমলমতি শিশুদের অন্যধর্মের মন্ত্র পড়ানোকে অনেক বড় ধৃষ্টতা মনে করি। তদন্ত সাপেক্ষে ইসকনকে বিচারের কাঠগড়ায় দাঁড় করানোর আহ্বান জানাই।
আরএম/