আওয়ার ইসলাম: মার্কিন পররাষ্ট্র দফতরে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের সাথে এক বৈঠকে রোহিঙ্গা সংকট নিরসনে আরো কঠোর অবস্থান নেয়ার কথা জানান যুক্তরাষ্ট্র।
মার্কিন ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স মিয়ানমার রোহিঙ্গাদের মৌলিক অধিকার লঙ্ঘন করায় উদ্বেগ জানান। তিনি বলেন, রোহিঙ্গা নির্যাতনের জন্য মিয়ানমারকে জবাব দিতে হবে। এ বিষয়ে যুক্তরাষ্ট্র কঠোর অবস্থান গ্রহণ করবে।
গত বৃহস্পতিবার ওয়াশিংটন ডিসিতে অ্যাডভান্সিং রিলিজিয়াস ফ্রিডম শীর্ষক বৈঠকে বিভিন্ন দেশের ৪০ পররাষ্ট্রমন্ত্রীসহ ১০৬ দেশের প্রতিনিধি যোগ দেন। অনুষ্ঠানে মাইক পেন্স সবার ধর্মীয় স্বাধীনতা নিশ্চিতে গুরুত্বারোপ করার কথা জানান।
পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেন রোহিঙ্গা সংকটে সহায়তার জন্য যুক্তরাষ্ট্র সরকার ও আন্তর্জাতিক সম্প্রদায়কে ধন্যবাদ জানান।
-এটি