বুধবার, ২৭ নভেম্বর ২০২৪ ।। ১২ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
অন্তর্বর্তী সরকার ব্যর্থ হলে আবারও অন্ধকারে নিমজ্জিত হবে দেশ: ফখরুল চক্রান্তের ফাঁদে না পড়ে সর্বোচ্চ ধৈর্য ধারণের আহ্বান শায়খ আহমাদুল্লাহর ভোলায় জুলাই-আগস্ট বিপ্লবে শহীদদের স্মরণে দোয়া ও স্মরণসভা চরমোনাইর বার্ষিক অগ্রহায়ণ মাহফিল বুধবার, চলছে সর্বশেষ প্রস্তুতি সবাইকে শান্ত থাকার আহ্বান আসিফ মাহমুদের অসহায় শীতার্তের পাশে মাওলানা গাজী ইয়াকুবের তাকওয়া ফাউন্ডেশন দেশের তিন জেলায় শিক্ষক নিচ্ছে ‘আলোকিত মক্তব’ বৃদ্ধার দাড়ি টেনে ছিঁড়ে ফেলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল প্রতিবন্ধীদের ধর্মীয় ও কারিগরি শিক্ষা দিতে পারলে দেশ এগিয়ে যাবে: ধর্ম উপদেষ্টা ভারতকে হিন্দু রাষ্ট্র করার ষড়যন্ত্র সফল হবে না: মাওলানা আরশাদ মাদানী

বন্যার্ত মানুষের সাহায্যে এগিয়ে আসার আহ্বান জানালেন ত্রাণ প্রতিমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

সুফিয়ান ফারাবী:  ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান বলেন, বন্যার্ত মানুষের সাহায্যে এগিয়ে আসুন। অনুগ্রহ করে যথাযথভাবে নিজের দায়িত্ব পালন করুন। বানভাসী মানুষকে ভাবুন নিজের স্বজন-পরিজন হিসেবে। সরকারি কর্মকর্তা হিসেবে আর শৈথিল্য নয়, ছুটে যান জেলা সদর থেকে বন্যা কবলিত উপজেলা, ইউনিয়নে দূর্গত মানুষদের কাছে।

তিনি বলেন, নিজের সরকারি দায়িত্বের প্রতি সচেতন হোন। দেশটা তো মায়ের মতো সুতরাং মায়ের সন্তান হিসেবে এ মাটির মানুষের কল্যাণে নিজেদের নিয়োজিত করুন। আপনাদের সক্রিয় কার্যক্রমের ওপরই নির্ভর করে দুর্যোগ ব্যবস্থাপনায় তৃণমূলে আমাদের সরকারের সফলতা।

শনিবার (২০ জুলাই) বন্যা মোকাবেলায় করণীয় সম্পর্কিত টাঙ্গাইল জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির বিশেষ সভায় সরকারি কর্মকর্তাদের এসব কথা বলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান।

প্রতিমন্ত্রী বলেন, সরকারের হাতে পর্যাপ্ত ত্রাণ মজুদ আছে, ত্রাণের কোন ঘাটতি নেই। বন্যা উপদ্রুত এলাকাগুলোতে আগাম ত্রাণ পাঠিয়ে দেয়া হয়েছিল। প্রতিটি জেলায় ৯শ থেকে ১১শ টন চাল পাঠানো হয়েছে।

৪ হাজার প্যাকেট শুকনো খাবার দেয়া হয়েছে। সেই সাথে ১৫ থেকে ২০ লক্ষ টাকা নগদ দেয়া হয়েছে। পাশাপাশি গবাদি পশু ও শিশু খাদ্যের জন্য বরাদ্দ দেয়া হয়েছে। মানবিক সহায়তা ত্রাণের সঠিক বন্টন নিশ্চিত করার নির্দেশ দেন প্রতিমন্ত্রী।

পরে দুপুরে টাঙ্গাইল সদর উপজেলার ২ নং গালা ইউনিয়নের গালার চর, গালা, রসুলপুর, পাটচর গ্রামের বন্যাদুর্গতদের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করেন ডা. এনামুর রহমান।

এ সময় উপস্থিত ছিলেন টাঙ্গাইল-৩ (কালিহাতী) আসনের সংসদ সদস্য হাসান ইমাম খান সোহেল হাজারী, টাঙ্গাইল-৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনের সংসদ সদস্য আহসানুল ইসলাম টিটু, জেলা প্রশাসক মুহা.শহিদুল ইসলাম, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহজাহান আনছারী প্রমুখ।

উল্লেখ্য, টাঙ্গাইলের ভূঞাপুর-তারাকান্দি সড়কের টেপিবাড়ি এলাকার বন্যা নিয়ন্ত্রণের মূল বাঁধ ভেঙে যাওয়ায় কয়েকটি গ্রাম প্লাবিত হয়েছে। ৬ টি উপজেলায় ৩৪ ইউনিয়নের ১০৫টি গ্রাম প্লাবিত হওয়ায় জোরদার করা হয়েছে উদ্ধার, যথাযথভাবে ত্রাণ প্রদান ও পুর্ণবাসন কার্যক্রম। এছাড়াও ত্রাণ বিতরণের পাশাপাশি ত্রাণ প্রতিমন্ত্রী জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সাথে আলোচনাসভা করেন।

-এএ


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ