আওয়ার ইসলাম: ডেঙ্গুর প্রকোপ বাড়ছেই দিন দিন। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, সারা দেশে জুলাই মাসে আক্রান্ত সাড়ে ৩ হাজার। তবে প্রতিদিনই বাড়ছে এ সংখ্যা। চিকিৎসকরাও বলছেন, অন্য বছরের চেয়ে এবার ডেঙ্গু রোগীর সংখ্যা বেশি।
হাসপাতালগুলোতে সেবা দিতে হিমশিম খাচ্ছেন চিকিৎসকরা। এবার ডেঙ্গু জ্বরে যোগ হয়েছে নতুন নতুন উপসর্গ। আগে গায়ে জ্বর থাকলেও এখন জ্বর বা র্যাশ ছাড়াও ডেঙ্গু আক্রান্ত হচ্ছে। সেই সাথে বমি, শ্বাস কষ্ট, মাথা ব্যাথাও থাকছে রোগীদের।
অনেক রোগীর রক্তে জলীয় অংশ কমে দেখা দিচ্ছে পানি শূন্যতা। অনেকের রক্ত জমাট বেঁধে যাচ্ছে। তাই সামান্য জ্বর হলেই চিকিৎসা নেয়ার পরামর্শ দেয়া হচ্ছে। পাশাপাশি আক্রান্তদের বেশি বেশি তরল ও পানীয় গ্রহণের পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা।
ডেঙ্গু রোগের বাহক এডিস মশা নিধন না হওয়া পর্যন্ত বর্জ্য ব্যবস্থাপনা বিভাগ ও মশক নিধন বিভাগের সব কর্মকর্তা-কর্মচারীর ছুটি বাতিল করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন।
ঢাকা দক্ষিণ সিটি কর্তৃপক্ষও অনলাইনে মেডিকেল টিমের সেবা চালু করেছে। যদিও সেবা না পাওয়ার অভিযোগ করছে নগরবাসী।
তাদের দাবি, একাধিক চেষ্টায় যোগাযোগ করা যাচ্ছে না কল সেন্টারের সঙ্গেও। ডেঙ্গু মোকাবিলায় শুধু সিটি করপোরেশনের কাছে কার্যকর ভূমিকা চাইছে নগরবাসী।
-এটি