আওয়ার ইসলাম: সেন্ট্রাল চীনের ইমা শহরের একটি গ্যাস প্ল্যান্টে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে বলে খবর পাওয়া গেছে।
শুক্রবার (২০ জুলাই) স্থানীয় সময় বিকেল আনুমানিক ৬ টার দিকে এ বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণে অন্তত ১০ জন মারা গেছেন। আহত হয়েছে আরও ১৮ জন।
বিস্ফোরণের ফলে আশেপাশের তিন কিলোমিটার দরজা-জানালা বন্ধ রাখতে হচ্ছে। এছাড়া এ ঘটনায় আরও অনেকে নিখোঁজ রয়েছেন।
হেনান কয়লা গ্যাস কোম্পানির বায়ু পৃথকীকরণ ইউনিট থেকে এই আগুনের সূত্রপাত হয় বলে জানিয়েছে চীনের সিনহুয়া নিউজ।
সোসাল মিডিয়াতে এই বিস্ফোরণের ছবি মুহুর্তের মধ্যেই ছড়িয়ে পড়ছে। তবে সংবাদসংস্থা এএফপি এসব ছবির সত্যতা নিশ্চিত করতে পারেনি। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বলছে, মার্চ মাসের বিস্ফোরণে ছবি এবং মৃতের সংখ্যার সাথে মিলিয়ে ফেলে অনেকেই বিভ্রান্তি ছড়াচ্ছে। সূত্র: সিবিএস
-এটি