আওয়ার ইসলাম: টাঙ্গাইল-৩ (ঘাটাইল) আসনের সাবেক এমপি আমানুর রহমান খান রানাকে হজে যাওয়ার অনুমতি দিয়েছেন আদালত।
গতকাল বৃহস্পতিবার আওয়ামী লীগ নেতা মুক্তিযোদ্ধা ফারু হত্যা মামলার প্রধান আসামি রানা এ মামলার সাক্ষ্যগ্রহণের দিন আদালতে হাজির হয়ে হজে যাওয়ার অনুমতি চেয়ে আইনজীবীর মাধ্যমে আবেদন করেন।
দীর্ঘ ৩৪ মাস কারাগারে থাকার পর আমানুর গত ৯ জুলাই জামিনে মুক্তি পান। জামিন পাওয়ার পর মুক্ত অবস্থায় এ প্রথম তিনি ফারুক হত্যা মামলায বৃহস্পতিবার আদালতে হাজির হলেন।
টাঙ্গাইলের অতিরিক্ত সরকারি কৌশুলী (পিপি) মহসিন সিকদার জানান, টাঙ্গাইলের প্রথম অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতে ফারুক আহমেদ হত্যা মামলার ময়নাতদন্তকারী চিকিৎসক মোজাম্মেল হোসেন সাক্ষ্য প্রদান করেন। এর পর আসামি পক্ষের আইনজীবীরা তাকে জেরা করেন। এ নিয়ে এই মামলার ১৮ জনের সাক্ষী প্রদান সম্পন্ন হলো।
চিকিৎসকের সাক্ষ্য প্রদানের পর রানা আইনজীবীর মাধ্যমে হজব্রত পালনের জন্য সৌদি আরব যাওয়ার অনুমতি প্রার্থনা করে আবেদন দাখিল করেন। পরে আদালতের বিচারক রাশেদ কবির রানার হজে যাওয়ার আবেদন মঞ্জুর করেন।
-এএ