আওয়ার ইসলাম: সিরাজগঞ্জের উল্লাপাড়ার বেতকান্দি এলাকায় একজন গেটম্যান নিয়োগ দেয়া হয়েছে। বিয়ের মাইক্রোবাসে ট্রেনের ধাক্কায় বর-কনেসহ ১১ জন নিহত হওয়ার তিন দিন পর রেলওয়ে কতৃপক্ষ এ নিয়োগ দিয়েছেন।
গতকাল বৃহস্পতিবার রাত ১১ টার দিকে এ তথ্য নিশ্চিত করেছেন সিরাজগঞ্জ রেলওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন মজুমদার। তিনি জানান, ওই রেলক্রসিংয়ের দু’পাশে বাঁশের দুটি ব্যারিকেড দেওয়া হয়েছে এবং একজন গেটম্যানকে দায়িত্ব দেয়া হয়েছে। সেখানে আরও একজন গেটম্যান নিযুক্ত করার কথা রয়েছে।
এদিন সকাল থেকে গেটম্যান বিপ্লব কুমার দাস (৩০) এ কর্মস্থলে যোগ দিয়েছেন। ওই রেলক্রসিংয়ের রেললাইনের দক্ষিণে উভয়পাশে প্রায় আধ কিলোমিটার এলাকা জুড়ে গাছপালা কেটে ফেলা হয়েছে। দু’একদিনের মধ্যে ওই রেল লাইনের আশপাশের সকল অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হবে।
পশ্চিমাঞ্চল রেলওয়ের বিভাগীয় আঞ্চলিক ব্যবস্থাপক (ডিআরএম) মিজানুর রহমান জানান, দূর্ঘটনার দিন রাতেই ঘটনাস্থল পরিদর্শন করে দূর্ঘটনা এড়াতে ওই রেলক্রসিংয়ে গেটম্যান নিযুক্তের নির্দেশনা দেয়া হয়েছিল। তারই ধারাবাহিকতায় একজনকে অস্থায়ীভাবে নিয়োগ দেয়া হয়েছে।
-এএ