আওয়ার ইসলাম: ভারতের উত্তর প্রদেশে জমি নিয়ে বিরোধের জেরে গোলাগুলিতে ৯ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো ২০ জন। এ ঘটনায় ৫ জনকে গ্রেপ্তার করেছে স্থানীয় পুলিশ।
জানা যায়, উত্তর প্রদেশের পূর্বাঞ্চলীয় সনভদ্রা জেলায় উভা গ্রামে বুধবার এ ঘটনা ঘটে। দুই বছর আগে, ৩৬ একর জমি কিনেছিলেন গ্রাম প্রধান যাগিয়া দত্ত। ওই জমি দখলে নিতে গেলে স্থানীয়দের বাধার মুখে গুলি চালায় যাগিয়ার লোকজন।
ঘটনাস্থলেই ৩ নারীসহ ৯ জনের মৃত্যু হয়। এ ঘটনায় নিহতদের পরিবাররের প্রতি সমাবেদনা জানিয়েছে মুখ্যমন্ত্রী যোগি আদিত্যনাথ। ঘটনার জন্য সরকারকে দায়ী করেছে সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব এবং কংগ্রেস নেতা প্রিয়াঙ্গা গান্ধী।
-এটি