আওয়ার ইসলাম: মাদরাসা, মসজিদ, বৃত্তবান ওলামায়ে কেরাম, শিক্ষক-শিক্ষার্থী ও দেশের সাধারণ মানুষের প্রতি বন্যা দুর্গত এলাকার মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছে বাংলাদেশ কওমি কাউন্সিলের চেয়ারম্যার মাওলানা আব্দুস সামাদ।
তিনি বলেন, দেশের বিভিন্ন বন্যা কবলিত এলাকার হাজার হাজার মানুষ মানবেতর জীবন যাপন করছে। বন্যাদুর্গত এলাকার মানুষ তীব্র খাদ্য সংকটে রয়েছে, যা সরকার একা সামাল দিতে হিমশিম খাচ্ছে। তাই আমাদের সকলের সাধ্যানুযায়ী অসহায় মানুষদের পাশে দাঁড়ানো উচিৎ।
১৮ জুলাই (বৃহস্পতিবার) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি কওমি কাউন্সিলের চেয়ারম্যার এ আহ্বান জানান।
বিবৃতিতে মাওলানা আব্দুস সামাদ বলেন, দেশের উত্তরাঞ্চলের কুড়িগ্রাম, বগুড়া, নেত্রকোনা, জামালপুর এবং সুনামগঞ্জ, হবিগঞ্জের বন্যা পরিস্থিতির অবনতি ঘটছে। এ অবস্থায় দুর্গত মানুষের সাহায্যে সবাইকে এগিয়ে এগিয়ে আসতে হবে। দুর্গত এলাকায় ত্রাণ তৎপরতা জোরদার করতে হবে।
তিনি আরও বলেন, দেশের ধর্মীয় অঙ্গণের মানুষ যদি অসহায়দের পাশে দাঁড়ায়, তাহলে সাধারণ মানুষও তাদের দেখে অনুপ্রাণিত হবে। সুতরাং, মসজিদ-মাদরাসা, বৃত্তবান ওলামায়ে কেরাম, শিক্ষক-শিক্ষার্থীর পক্ষ থেকে বন্যা কবলিত এলাকার মানুষদের পাশে দাঁড়ান।
আরএম/