বুধবার, ২৭ নভেম্বর ২০২৪ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
অন্তর্বর্তী সরকার ব্যর্থ হলে আবারও অন্ধকারে নিমজ্জিত হবে দেশ: ফখরুল চক্রান্তের ফাঁদে না পড়ে সর্বোচ্চ ধৈর্য ধারণের আহ্বান শায়খ আহমাদুল্লাহর ভোলায় জুলাই-আগস্ট বিপ্লবে শহীদদের স্মরণে দোয়া ও স্মরণসভা চরমোনাইর বার্ষিক অগ্রহায়ণ মাহফিল বুধবার, চলছে সর্বশেষ প্রস্তুতি সবাইকে শান্ত থাকার আহ্বান আসিফ মাহমুদের অসহায় শীতার্তের পাশে মাওলানা গাজী ইয়াকুবের তাকওয়া ফাউন্ডেশন দেশের তিন জেলায় শিক্ষক নিচ্ছে ‘আলোকিত মক্তব’ বৃদ্ধার দাড়ি টেনে ছিঁড়ে ফেলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল প্রতিবন্ধীদের ধর্মীয় ও কারিগরি শিক্ষা দিতে পারলে দেশ এগিয়ে যাবে: ধর্ম উপদেষ্টা ভারতকে হিন্দু রাষ্ট্র করার ষড়যন্ত্র সফল হবে না: মাওলানা আরশাদ মাদানী

বন্যার্ত মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানালেন মাওলানা আব্দুস সামাদ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: মাদরাসা, মসজিদ, বৃত্তবান ওলামায়ে কেরাম, শিক্ষক-শিক্ষার্থী ও দেশের সাধারণ মানুষের প্রতি বন্যা দুর্গত এলাকার মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছে বাংলাদেশ কওমি কাউন্সিলের চেয়ারম্যার মাওলানা আব্দুস সামাদ।

তিনি বলেন, দেশের বিভিন্ন বন্যা কবলিত এলাকার হাজার হাজার মানুষ মানবেতর জীবন যাপন করছে। বন্যাদুর্গত এলাকার মানুষ তীব্র খাদ্য সংকটে রয়েছে, যা সরকার একা সামাল দিতে হিমশিম খাচ্ছে। তাই আমাদের সকলের সাধ্যানুযায়ী অসহায় মানুষদের পাশে দাঁড়ানো উচিৎ।

১৮ জুলাই (বৃহস্পতিবার) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি কওমি কাউন্সিলের চেয়ারম্যার এ আহ্বান জানান।

বিবৃতিতে মাওলানা আব্দুস সামাদ বলেন, দেশের উত্তরাঞ্চলের কুড়িগ্রাম, বগুড়া, নেত্রকোনা, জামালপুর এবং সুনামগঞ্জ, হবিগঞ্জের বন্যা পরিস্থিতির অবনতি ঘটছে। এ অবস্থায় দুর্গত মানুষের সাহায্যে সবাইকে এগিয়ে এগিয়ে আসতে হবে। দুর্গত এলাকায় ত্রাণ তৎপরতা জোরদার করতে হবে।

তিনি আরও বলেন, দেশের ধর্মীয় অঙ্গণের মানুষ যদি অসহায়দের পাশে দাঁড়ায়, তাহলে সাধারণ মানুষও তাদের দেখে অনুপ্রাণিত হবে। সুতরাং, মসজিদ-মাদরাসা, বৃত্তবান ওলামায়ে কেরাম, শিক্ষক-শিক্ষার্থীর পক্ষ থেকে বন্যা কবলিত এলাকার মানুষদের পাশে দাঁড়ান।

আরএম/

 


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ