বুধবার, ২৭ নভেম্বর ২০২৪ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
অন্তর্বর্তী সরকার ব্যর্থ হলে আবারও অন্ধকারে নিমজ্জিত হবে দেশ: ফখরুল চক্রান্তের ফাঁদে না পড়ে সর্বোচ্চ ধৈর্য ধারণের আহ্বান শায়খ আহমাদুল্লাহর ভোলায় জুলাই-আগস্ট বিপ্লবে শহীদদের স্মরণে দোয়া ও স্মরণসভা চরমোনাইর বার্ষিক অগ্রহায়ণ মাহফিল বুধবার, চলছে সর্বশেষ প্রস্তুতি সবাইকে শান্ত থাকার আহ্বান আসিফ মাহমুদের অসহায় শীতার্তের পাশে মাওলানা গাজী ইয়াকুবের তাকওয়া ফাউন্ডেশন দেশের তিন জেলায় শিক্ষক নিচ্ছে ‘আলোকিত মক্তব’ বৃদ্ধার দাড়ি টেনে ছিঁড়ে ফেলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল প্রতিবন্ধীদের ধর্মীয় ও কারিগরি শিক্ষা দিতে পারলে দেশ এগিয়ে যাবে: ধর্ম উপদেষ্টা ভারতকে হিন্দু রাষ্ট্র করার ষড়যন্ত্র সফল হবে না: মাওলানা আরশাদ মাদানী

জেরুসালেমকে ইসরাইলের অংশ হিসেবে স্বীকৃতি না দিতে ওআইসির আহবান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: পবিত্র নগরী জেরুসালেমকে ইসরাইলের অংশ হিসেবে স্বীকৃতি না দেওয়ার জন্য বিশ্ববাসীকে আহবান জানিয়েছে অর্গানাইজেশন অব ইসলামিক কোঅপারেশান (ওআইসি)।

বুধবার (১৭ জুলাই) সৌদি আরবের জেদ্দায় অনুষ্ঠিত সংস্থাটির সদস্য দেশসমূহের পররাষ্ট্রমন্ত্রীদের এক জরুরী বৈঠক শেষে এক বিবৃতিতে এ আহবান জানায় আন্তর্জাতিক ইসলামি সংস্থাটি।

জেরুসালেম ইসরাইলের অংশ হতে পারে-এমন কোন অবৈধ পদক্ষেপকেও প্রকাশ্যে বা মৌনভাবে সমর্থন না করার আহবান জানানো হয়েছে এই বিবৃতিতে। খবর আনাদুলু এজেন্সির।

এছাড়া ওআইসির পক্ষ থেকে যুক্তরাষ্ট্রসহ আন্তর্জাতিক সম্প্রদায়কে জেরুসালেম ইস্যুতে সঠিক আইনকানুনের অনুগত হওয়ারও পরামর্শ দেওয়া হয়েছে ।

বিবৃতিতে ইসরাইলের কঠোর সমালোচনা করে বলা হয়েছে,ফিলিস্তিনি শরণার্থী শিবিরগুলোর সঙ্গে তাদের কর্মকান্ড অত্যন্ত জঘন্য, ইহুদীরা ফিলিস্তিনি শরণার্থীদের স্বাস্থ্য ও শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে তালা ঝুলিয়ে দিয়েছে, ঘরবাড়ি গুড়িয়ে দেয়ার মতো জঘন্য কাজও তারা অব্যাহত রেখেছে। মুসলমানদের কর্মক্ষেত্রগুলোকে অবরোধ করে উপার্জনের পথ বন্ধ করে রেখেছে ইহুদিবাদী ইসরাইল।

ইসরাইলের এই বাড়াবাড়ির লাগাম টানতে এবং ফিলিস্তিনিদের পাশে দাঁড়াতে উপস্থিত পররাষ্ট্রমন্ত্রীদেরএকটি অর্থ-ফান্ড প্রতিষ্ঠার আহবান জানায় ওআইসি।

যেসব দেশ জেরুজালেমকে ইসরাইলের রাজধানী স্বীকৃতি দিয়ে তাদের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করেছে এবং ইসরাইলের সঙ্গে ব্যবসাসহ বিভিন্ন যোগাযোগ অব্যাহত রেখেছে, সেসব রাষ্ট্রকে বয়কট করতে এবং তাদের সঙ্গে সম্পর্ক বিচ্ছিন্ন করারও জোর আবেদন জানিয়েছে এ ইসলামী সাহায্য সংস্থাটি।

সবশেষে যুক্তরাষ্ট্রের বিপক্ষে আন্তর্জাতিক আদালতে ফিলিস্তিনের মামলা দাখিল করার সময়ও ওআইসির সদস্য দেশসমূহকে মুসলিমদের পাশে থাকার আহবান জানানো হয় উক্ত বিবৃতিতে।

সূত্র: আনাদুলু এজেন্সি

আরএম/


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ