আওয়ার ইসলাম: ঢাকা ওয়াসার ১১ খাতে দুর্নীতির উৎসের সন্ধান পেয়েছে দুর্নীতি দমন কমিশন।
আজ বৃহস্পতিবার দুপুরে স্থানীয় সরকারমন্ত্রী তাজুল ইসলামের কাছে এ বিষয়ে প্রতিবেদন জমা দিয়েছেন দুদকের কমিশনার মোজাম্মেল হক।
এতে বলা হয়েছে, ওয়াসার ১১ খাতের ৮টি প্রকল্প মেয়াদ শেষ হলেও কাজ শেষ হয়নি। অথচ এর আগেই ঠিকাদারদের টাকা শোধ করা হয়েছে। কয়েকজন নির্দিষ্ট ঠিকাদারকে কাজ দেয়ার অভিযোগও পাওয়া গেছে।
এছাড়া ব্যক্তি মালিকানাধীন গভীর নলকূপ স্থাপন, মিটার রিডিং ও রাজস্ব আদায়েও পাওয়া গেছে দুর্নীতির অভিযোগ। পরামর্শক ও ঠিকাদার নির্বাচনও প্রশ্নবিদ্ধ। প্রতিবেদনে এসব দুর্নীতি রোধে ১২টি সুপারিশ করেছে দুদক। পরে মন্ত্রী জানিয়েছেন, সব অভিযোগই খতিয়ে দেখা হবে, কোনোভাবেই দুর্নীতি সহ্য করা হবে না।
-এটি