বুধবার, ২৭ নভেম্বর ২০২৪ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
অন্তর্বর্তী সরকার ব্যর্থ হলে আবারও অন্ধকারে নিমজ্জিত হবে দেশ: ফখরুল চক্রান্তের ফাঁদে না পড়ে সর্বোচ্চ ধৈর্য ধারণের আহ্বান শায়খ আহমাদুল্লাহর ভোলায় জুলাই-আগস্ট বিপ্লবে শহীদদের স্মরণে দোয়া ও স্মরণসভা চরমোনাইর বার্ষিক অগ্রহায়ণ মাহফিল বুধবার, চলছে সর্বশেষ প্রস্তুতি সবাইকে শান্ত থাকার আহ্বান আসিফ মাহমুদের অসহায় শীতার্তের পাশে মাওলানা গাজী ইয়াকুবের তাকওয়া ফাউন্ডেশন দেশের তিন জেলায় শিক্ষক নিচ্ছে ‘আলোকিত মক্তব’ বৃদ্ধার দাড়ি টেনে ছিঁড়ে ফেলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল প্রতিবন্ধীদের ধর্মীয় ও কারিগরি শিক্ষা দিতে পারলে দেশ এগিয়ে যাবে: ধর্ম উপদেষ্টা ভারতকে হিন্দু রাষ্ট্র করার ষড়যন্ত্র সফল হবে না: মাওলানা আরশাদ মাদানী

এবার পাবনায় 'শিশুচোর' দম্পতি আটক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: চাটমোহর উপজেলার হান্ডিয়াল ইউনিয়নের জয়ঘর গ্রামের মোঃ আশরাফ আলীর ৭ মাসের শিশু সন্তান আরিফ হোসেনকে চুরি করে পালানোর সময় পাবনার ভাঙ্গুড়া অষ্টমনিষা গ্রাম থেকে ছেলে ধরা সন্দেহে আখি খাতুন(২১) সালাউদ্দিন(২৬) দুই দম্পতিকে আটক করে ভাঙ্গুড়া থানা পুলিশ।

আটককৃত সালাউদ্দিন যশোর জেলার শার্শা উপজেলার বিনাপোল গ্রামের মৃত খোকন আলীর ছেলে। ভাঙ্গুড়া থানার এ এস আই সাজিদুর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে এলাকা বাসির সহযগিতায় রাত ১১টার দিকে উপজেলার অষ্টমনিষা গ্রামে আখির বাবার বাড়ি থেকে ৭ মাসের শিশু আরিফ হোসেনকে উদ্ধার করে ও হাতে নাতে দুই জনকে আটক করেন।

শিশুর মা শাহিদা খাতুন বলেন, ৮ বছর পূবে ঢাকা কাজ করতে গিয়ে তাদের সাথে পরিচয় সেই সূত্র ধরে আমার বাড়িতে আসে তারা।

তিনি বলেন, গতকাল বেলা ২ টার দিকে আমি ও আমার পরিবার মাঠে যায় কিছুখন পরে বাড়ি এসে আমার ছেলে আরিফ ও তাদেরকে নাপেয়ে খোঁজাখুজি শুরু করি।

ভাঙ্গড়া থানার অফিসার ইনচার্জ মোঃ মাসুদ রানা বলেন, ভিকটিম চাটমোহর থানার বাসিন্দা হওয়ায় ওই রাতেই আসামিদের চাটমোহর থানায় পাঠিয়েছি।

চাটমোহর থানার অফিসার ইনচার্জ মোঃ শেখ নাসির উদ্দীন বলেন,ওই রাতেই উদ্ধারকৃত বাচ্চাটিকে তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে এবং মানব পাচার আইনে মামলা হয়েছে।

আরএম/


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ