বুধবার, ২৭ নভেম্বর ২০২৪ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
অন্তর্বর্তী সরকার ব্যর্থ হলে আবারও অন্ধকারে নিমজ্জিত হবে দেশ: ফখরুল চক্রান্তের ফাঁদে না পড়ে সর্বোচ্চ ধৈর্য ধারণের আহ্বান শায়খ আহমাদুল্লাহর ভোলায় জুলাই-আগস্ট বিপ্লবে শহীদদের স্মরণে দোয়া ও স্মরণসভা চরমোনাইর বার্ষিক অগ্রহায়ণ মাহফিল বুধবার, চলছে সর্বশেষ প্রস্তুতি সবাইকে শান্ত থাকার আহ্বান আসিফ মাহমুদের অসহায় শীতার্তের পাশে মাওলানা গাজী ইয়াকুবের তাকওয়া ফাউন্ডেশন দেশের তিন জেলায় শিক্ষক নিচ্ছে ‘আলোকিত মক্তব’ বৃদ্ধার দাড়ি টেনে ছিঁড়ে ফেলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল প্রতিবন্ধীদের ধর্মীয় ও কারিগরি শিক্ষা দিতে পারলে দেশ এগিয়ে যাবে: ধর্ম উপদেষ্টা ভারতকে হিন্দু রাষ্ট্র করার ষড়যন্ত্র সফল হবে না: মাওলানা আরশাদ মাদানী

ইসকনের প্রসাদ বিতরণ ও হিন্দুত্বের নামজপের প্রতিবাদে হাটহাজারীতে বিক্ষোভ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: চট্টগ্রামে প্রায় ৩০টি স্কুলে উগ্র হিন্দুত্ববাদী সংগঠন ইসকন তাদের রথযাত্রা উপলক্ষে সপ্তাহব্যাপী ‘ফুড় ফর লাইফ’ কর্মসূচির আড়ালে মুসলিম কোমলমতি শিক্ষার্থীদের মাঝে হরে কৃষ্ণ হরে রাম, জয় শ্রী রাম নামজপ পাঠের মাধ্যমে দেবতার নামে উৎসর্গকৃত প্রসাদ খাদ্য বিতরণের প্রতিবাদে হাটহাজারীতে এক বিশাল প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। প্রতিবাদ সভা ও মিছিলের আয়োজন করে চট্টলার ঐতিহ্যবাহী সংগঠন ‘মুসলিম ছাত্র জনতা ঐক্য পরিষদ’।

আজ বৃহস্পতিবার (১৮ জুলাই) বাদ আছর অনুষ্ঠিত প্রতিবাদ সভায় বক্তারা উগ্রবাদী সংস্থা ইসকনের আগ্রাসী সাম্প্রদা প্রদায়িক কৃতিকর্মের নানা বর্ণনা দিয়ে তীব্র ক্ষোভ ও বিষ্ময় প্রকাশ করেন। তারা চট্টগ্রামের বিভিন্ন স্কুলের মুসলিম ছাত্র-ছাত্রীদের মাঝে প্রসাদ বিতরণ এবং হরে রাম হরে কৃষ্ণের নামজপের ঘটনাকে মুসলিম ধর্মের উপর মারাত্মক আঘাত বলে অবিহিত করেন।

ইসকনের এমন কাণ্ড সামপ্রদায়িক দাঙ্গা বাঁধানোর ষড়যন্ত্র বলে অবিহিত করে বক্তারা বলেন, ইসকনের উগ্রবাদী কর্মীরা হরে রাম হরে কৃষ্ণ বলে মন্দিরের প্রসাদ বিতরণ করে ভিডিওর মাধ্যমে তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিয়ে কোটি কোটি মুসলমানের ধর্মীয় অনুভূতিতে আঘাত হেনেছে। তাদের এহেন কাণ্ড মুসলমানদের মধ্যে তীব্র ক্ষোভ দেখা দিয়েছে।

আমরা এ উগ্রবাদী সংগঠনটিকে এমন কৃতকর্মের জন্য জাতির কাছে প্রকাশ্যে ক্ষমা প্রার্থনা জোর দাবি জানাচ্ছি। অন্যথায় এ আন্দোলন সারা দেশে ছড়িয়ে পড়বে।

প্রতিবাদ সমাবেশ থেকে ভারতে মুসলিম নির্যাতন ও হত্যারও তীব্র প্রতিবাদ করা হয়। ভারতে মুসলমানদের নাগরিক অধিকার আদায়ে বিশ্ববাসীকে সচেষ্ট হতে আহবান করেন বক্তারা। জয় শ্রীরাম বলতে বৈদ্যুতিক খুঁটির সাথে বেঁধে যে অমানবিক কাজ করেছে ভারতের উগ্র হিন্দুত্ববাদিরা, তা বিশ্বের যে কোন শান্তিকামী মানুষকে মর্মাহত করেছে। কিন্তু ভারত সরকার এমন কাজ প্রতিরোধে কোন কার্যকরী পদক্ষেপ নেয়নি।

বক্তারা আরো দাবি করেন, বিজেপি এবার ক্ষমতায় আসার পর থেকে সেদেশে মুসলমানদের উপর নির্যাতনের সীমা ছাড়িয়ে যাচ্ছে। খুব শিগগিরই এর পতন চান তারা।

-এটি


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ