আওয়ার ইসলাম: ক্ষতিগ্রস্ত ও পুরনো সব রেলসেতু সংস্কারের তাগিদ দিয়ে প্রধানমন্ত্রী বলেছেন, ঝুঁকিপূর্ণ সেতু নতুন করে নির্মাণ করতে হবে।
আজ বুধবার দুপুরে গণভবন থেকে ভিডিও কনফারেন্সে বেনাপোল এক্সপ্রেস ও বনলতা এক্সপ্রেস উদ্বোধন করে তিনি একথা বলেন ৷ আগামীতে দেশে বিদ্যুৎ চালিত দ্রুতগতির ট্রেন চালুর ঘোষণা দেন প্রধানমন্ত্রী।
যাত্রা শুরু হলো বেনাপোল - ঢাকা -বেনাপোল রুটে নুতন আন্তঃনগর ট্রেন বেনাপোল এক্সপ্রেস। প্রতিটি কোচ স্টেইনলেস স্টিলের তৈরি এবং শীতাতপ নিয়ন্ত্রণসহ অত্যাধুনিক যাত্রী সুবিধা সম্বলিত। বুধবার সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সে বেনাপোল এক্সপ্রেসের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।
পশ্চিম বাংলার সাথে এ রেলসেবা ভৌগলিক ও বাণিজ্যিকভাবে সমৃদ্ধ করবে। ঐতিহ্যবাহী যশোর জেলাসহ দক্ষিণ পশ্চিমাঞ্চলের মানুষের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করেন প্রধানমন্ত্রী।
তিনি বলেন, পদ্মা সেতু দিয়ে রেল চলাচল শুরু হলে যশোর বা বেনাপোল যেতে ৪ ঘণ্টা সময় সাশ্রয় হবে।
শেখ হাসিনা আরো বলেন, বিএনপি সরকারের আমলে এই রেল ধ্বংসের দ্বারপ্রান্তে চলে গিয়েছিল। রেলকে আধুনিক, গতিশীল করে রেলসেবা সাধারণ মানুষের কাছে নিয়ে যেতে কাজ করছে আওয়ামী লীগ সরকার।
রেলপথ নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনার কথা বলতে গিয়ে প্রধানমন্ত্রী বলেন, একটি নেটওয়ার্কের আওতায় সারা দেশের রেল চলাচল করবে। বিদ্যুত উৎপাদন আরও বৃদ্ধি পেলে ভবিষ্যতে দেশে বিদ্যুৎ চালিত ট্রেন চালুর আশ্বাস দেন শেখ হাসিনা। পরে ঢাকা-রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ পর্যন্ত বনলতা এক্সপ্রেস ট্রেনের বর্ধিতকরনের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।
-এটি