বুধবার, ২৭ নভেম্বর ২০২৪ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
অন্তর্বর্তী সরকার ব্যর্থ হলে আবারও অন্ধকারে নিমজ্জিত হবে দেশ: ফখরুল চক্রান্তের ফাঁদে না পড়ে সর্বোচ্চ ধৈর্য ধারণের আহ্বান শায়খ আহমাদুল্লাহর ভোলায় জুলাই-আগস্ট বিপ্লবে শহীদদের স্মরণে দোয়া ও স্মরণসভা চরমোনাইর বার্ষিক অগ্রহায়ণ মাহফিল বুধবার, চলছে সর্বশেষ প্রস্তুতি সবাইকে শান্ত থাকার আহ্বান আসিফ মাহমুদের অসহায় শীতার্তের পাশে মাওলানা গাজী ইয়াকুবের তাকওয়া ফাউন্ডেশন দেশের তিন জেলায় শিক্ষক নিচ্ছে ‘আলোকিত মক্তব’ বৃদ্ধার দাড়ি টেনে ছিঁড়ে ফেলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল প্রতিবন্ধীদের ধর্মীয় ও কারিগরি শিক্ষা দিতে পারলে দেশ এগিয়ে যাবে: ধর্ম উপদেষ্টা ভারতকে হিন্দু রাষ্ট্র করার ষড়যন্ত্র সফল হবে না: মাওলানা আরশাদ মাদানী

এক যুগ পর আবারো পাসের হার বেশি কুমিল্লা বোর্ডে, কম চট্টগ্রামে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: এক যুগ পর আবারো কুমিল্লা বোর্ডে এবার পাসের হার সবচেয়ে বেশি। এর আগে ২০০৮ সালে এ বোর্ডে পাসের হার ছিলো ৭৭ দশমিক তিন তিন ভাগ। আর এবার ৭৭ দশমিক সাত চার শতাংশ।

পরীক্ষার্থীদের আনন্দ কয়েক গুণ বেশি বলছেন শিক্ষক-শিক্ষার্থীরা। কুমিল্লার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ফল জানার পরপরই উল্লাসে মেতে ওঠেন পরীক্ষার্থীরা।

এবার সবচেয়ে কম পাসের হার ৬২ দশমিক এক নয় শতাংশ চট্টগ্রামে। বিভিন্ন কলেজে ফল নিতে শিক্ষার্থীরা জড়ো হলেও খুব বেশি ভিড় দেখা যায়নি। ঘরে বসে মোবাইল ফোনে বেশির ভাগ শিক্ষার্থী ফল জেনে যাওয়ায় শিক্ষাপ্রতিষ্ঠানে যাননি অনেকেই।

রাজশাহীতে ফল ঘোষণার পর শিক্ষার্থীরা নানা বাদ্যযন্ত্রের তালে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি করেন কলেজ প্রাঙ্গণে। বরিশাল শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক জানান, সবার চেষ্টায় এবার এই বোর্ডে ফল ভালো হয়েছে। এবং ছেলেদের চেয়ে মেয়েরা ভালো ফল করেছেন।

সিলেট বোর্ডেও ছেলেদের চেয়ে মেয়েদের ফল ভালো হয়েছে। ভালো ফলের জন্য সন্তোষ প্রকাশ করেছেন দিনাজপুরের শিক্ষার্থীরাও। হলিল্যান্ড কলেজের শত ভাগ পরীক্ষার্থী পাস করায় উল্লাসে মেতে ওঠেন সবাই। ময়মনসিংহে বরাবরের মতোই প্রথম সারির কলেজগুলোর ফল ভালো হয়েছে। এতে সন্তুষ্ট শিক্ষক-শিক্ষার্থীরা।

ঢাকা বোর্ডে পাসের হার ৭১ দশমিক ০৯, চট্টগ্রামে ৬২ দশমিক ১৯, রাজশাহীতে ৭৬ দশমিক ৩৮,সিলেটে ৬৭ দশমিক ০৫,বরিশালে ৭০ দশমিক ৬৫, যশোর বোর্ডে পাসের হার ৭৫ দশমিক ৬৫ ও দিনাজপুরে পাসের হার ৭১ দশমিক ৭৮।

-এটি


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ