আওয়ার ইসলাম: ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সরকারি অফিসের কম্পিউটারে ফেসবুক বা হোয়াটসঅ্যাপ ব্যবহার করা যাবে না বলে নির্দেশনা জারি করেছে।
জানা যায়, দেশজুড়ে সাইবার অপরাধ বৃদ্ধি পাওয়ায় সরকারি অফিসের গোপন তথ্যের নিরাপত্তা নিশ্চিত করতে এই সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার।
কম্পিউটারের পাশাপাশি মোবাইলেও ফেসবুক বা হোয়াটসঅ্যাপ ব্যবহার করা যাবে না বলে নির্দেশনায় বলা হয়েছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে ভারতীয় গণমাধ্যম আরো জানায়, সরকারি কাজের জন্য কোনো ই-মেইল করতে হলে অফিসের দেওয়া ই-মেইল আইডি ব্যববহার করতে হবে। কোনো কর্মকর্তা অফিসের কম্পিউটার ব্যবহার করে সোশ্যাল মিডিয়ার সঙ্গে সংযুক্ত থাকতে চাইলে নিজের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের থেকে আগাম অনুমতি নিতে হবে।
এছাড়া এ নির্দেশনায় ব্যক্তিগত পেনড্রাইভ, হার্ডডিস্ক প্রভৃতি নিয়ে কেন্দ্রীয় সরকারি কর্মকর্তাদের অফিসের বাইরে যাওয়ার ব্যাপারে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
এমনকি ইন্টারনেটের ব্যবহার, পাসওয়ার্ড ম্যানেজমেন্ট, স্টোরেজ মিডিয়া যন্ত্র, ই-মেইল, ওয়াইফাই, সোশ্যাল মিডিয়ার ব্যবহার এবং সোশ্যাল মিডিয়া ইঞ্জিনিয়ারিং অ্যাটাক নিয়ে বিভিন্ন নির্দেশনা দেয়া হয় কর্মকর্তাদের।
-এটি