আওয়ার ইসলাম: শহীদদের স্মৃতিরক্ষায় তুরস্কে একটি জাদুঘর নির্মাণ করা হয়েছে। ২০১৬ সালের ১৫ জুলাই তুর্কি সেনাবাহিনীর কতিপয় বিপথগামী সদস্যের ব্যর্থ অভ্যুত্থানে নিহত হওয়া দেশের জন্য আত্মোৎসর্গকারী শহীদদের স্মরণে এই জাদুঘর নির্মান করেছে ক্ষমতাসীন একেপার্টি সরকার।
সোমবার (১৫ জুলাই) হাজার হাজার তুর্কিদের উপস্থিতিতে দেশটির প্রেসিডেন্ট রজব তাইয়িব এরদোগান এই জাদুঘরের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
১৫ জুলাই ২০১৬-তে শাহাদাতবরণকারীদের স্মরণে নির্মিত ইস্তাম্বুলের এশীয় অংশে অবস্থিত 'স্মৃতিসৌধে'র মূল ফটকে জাদুঘরটি অবস্থিত।
ভবিষ্যৎ প্রজন্মের নিকট সঠিক ইতিহাস উপস্থাপন এবং দেশের জন্য কারা আত্মত্যাগী এবং কারা বিশ্বাসঘাতক-এই বিষয়টি তুলে ধরার জন্যই নির্মাণ করা হয়েছে জাদুঘরটি।
দেড়হাজার বর্গমিটারের জাদুঘরের অভ্যন্তরে বড় অক্ষরে লেখা রয়েছে 'ভুলে গেলে চলবেনা'-২০১৬ সালের ১৫ জুলাইয়ের ঘটনার দিকে ইঙ্গিত করে বাক্যাটি লেখা হয়। একই সঙ্গে সেদিন যারা নিহত এবং আহত হয়েছিলেন তাদের নামও খুব সংরক্ষিত উপায়ে লিপিবদ্ধ করা হয়েছে। ২০১৬ সালে অবৈধভাবে ক্ষমতা কুক্ষিগত করার যে পায়তারা করা হয়েছিলো, সে ইতিহাস ও প্রমাণাদিও অত্যন্ত যত্নসহকারে সংরক্ষণ করা হয়েছে।
সূত্র: ডেইলি সাবাহ
আরএম/