আওয়ার ইসলাম: বরগুনার রিফাত শরীফ হত্যার বিষয়ে জিজ্ঞাসাবাদ করতে তার স্ত্রী আয়েশা সিদ্দিকা মিন্নিকে বাসা থেকে নিয়ে গেছে পুলিশ।
আজ মঙ্গলবার সকাল সোয়া ১০টার দিকে বরগুনার বাসা থেকে তাকে নিয়ে যাওয়া হয়। এ সময় মিন্নির সঙ্গে তার বাবাও গেছেন।
বরগুনার পুলিশ সুপার মুহা. মারুফ হোসেন জানান, রিফাত শরীফ হত্যা মামলার ১ নম্বর সাক্ষী মিন্নি। তাই তাকে জিজ্ঞাসাবাদের জন্য বরগুনা পুলিশ লাইনে আনা হয়েছে। তবে এ মামলায় তাকে এখন পর্যন্ত আটক বা গ্রেফতার করা হয়নি বলেও জানান পুলিশ সুপার।
এর আগে রিফাত শরীফ হত্যা মামলার বাদী নিহতের বাবা দুলাল শরীফ ও মামলার প্রধান সাক্ষী আয়েশা সিদ্দিকা মিন্নি পরস্পরকে দোষারোপ করে পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন করেছেন।
একই সময় বন্দুকযুদ্ধে নিহত নয়ন বন্ডের মা শাহিদা বেগমও মিন্নিকে জড়িয়ে বিবৃতি দেয়ায় রিফাত হত্যার ঘটনা ভিন্ন দিকে মোড় নেয়। এদিকে ঘটনার ২০ দিন পার হলেও এজাহারভুক্ত পাঁচ আসামিসহ ঘটনায় জড়িত অন্যরা গ্রেপ্তার না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন সাধারণ মানুষ।
-এএ