আওয়ার ইসলাম: মাদারীপুরের আলোচিত মাদরাসাছাত্রী দীপ্তি আক্তার (১৫) হত্যার বিচার দাবিতে আজ মঙ্গলবার সকালে সদর উপজেলার চরনাচনার বলাইরচর শামসুন্নাহার বালিকা দাখিল মাদরাসার শিক্ষক ও শিক্ষার্থীরা ঘন্টাব্যাপী মানববন্ধন করেছে।
মানববন্ধনে দীপ্তির সহপাঠী ও মাদরাসার শিক্ষকরা বলেন, ‘যে বা যারা নৃশংস ভাবে দীপ্তিকে হত্যা করেছে তাদের অতি দ্রুত চিহ্নিত করে সর্বোচ্চ শাস্তির দাবি জানাই। দীপ্তিকে শারিরীকভাবে নির্যাতন করে যেভাবে হত্যা করেছে তা খুবই অমানবিক।
এ সময় উপস্থিত ছিলেন মাদরাসার ম্যানেজিং কমিটির সভাপতি ও কালিকাপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আক্কেল আলী মোল্লা, মাদরাসার সুপার মাওলানা খলিলুর রহমান, শিক্ষক কর্মচারী ও মাদরাসার ২ শতাধিক ছাত্রী।
উল্লেখ্য, নিখোঁজের দুইদিন পর শনিবার সন্ধ্যার সময় মাদারীপুর শহরের পাকদী এলাকা থেকে এক কিশোরীর বিবস্ত্র লাশ উদ্ধার করে পুলিশ। নিহত কিশোরী মাদারীপুর সদর উপজেলার চরনাচনা গ্রামের মজিবর ফকিরের মেয়ে দীপ্তি আক্তার (১৫)। সে ওই মাদরাসার দশম শ্রেণির শিক্ষার্থী ছিল।
আরএম/