বুধবার, ২৭ নভেম্বর ২০২৪ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
অন্তর্বর্তী সরকার ব্যর্থ হলে আবারও অন্ধকারে নিমজ্জিত হবে দেশ: ফখরুল চক্রান্তের ফাঁদে না পড়ে সর্বোচ্চ ধৈর্য ধারণের আহ্বান শায়খ আহমাদুল্লাহর ভোলায় জুলাই-আগস্ট বিপ্লবে শহীদদের স্মরণে দোয়া ও স্মরণসভা চরমোনাইর বার্ষিক অগ্রহায়ণ মাহফিল বুধবার, চলছে সর্বশেষ প্রস্তুতি সবাইকে শান্ত থাকার আহ্বান আসিফ মাহমুদের অসহায় শীতার্তের পাশে মাওলানা গাজী ইয়াকুবের তাকওয়া ফাউন্ডেশন দেশের তিন জেলায় শিক্ষক নিচ্ছে ‘আলোকিত মক্তব’ বৃদ্ধার দাড়ি টেনে ছিঁড়ে ফেলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল প্রতিবন্ধীদের ধর্মীয় ও কারিগরি শিক্ষা দিতে পারলে দেশ এগিয়ে যাবে: ধর্ম উপদেষ্টা ভারতকে হিন্দু রাষ্ট্র করার ষড়যন্ত্র সফল হবে না: মাওলানা আরশাদ মাদানী

জামালপুরে বন্যা পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: টানা ভারী বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে জামালপুরের বন্যা পরিস্থিতি ভয়াবহ রূপ ধারণ করেছে। বন্যায় জেলার সাতটি ৪৭ উপজেলায় ইউনিয়ন প্লাবিত হয়েছে। এতে বন্যা কবলিত এলাকার ৮০ হাজার পরিবারের পাঁচ লাখের বেশি মানুষ পানিবন্দি হয়ে পড়েছে।

পানি উন্নয়ন বোর্ড জানায়, গত ২৪ ঘণ্টায় যমুনার পানি ১৬ সেন্টিমিটার বেড়ে মঙ্গলবার সকালে যমুনার পানি বাহাদুরাবাদ পয়েন্টে বিপদসীমার ১৩৫ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। যমুনার পানি বিপদসীমা অতিক্রম করা জেলার ৪৭টি ইউনিয়ন প্লাবিত হয়েছে, ক্ষতিগ্রস্ত হয়েছে মাছ চাষের পুকুর, গরুর খাবার, ফসলের মাঠ। বন্ধ হয়ে গেছে যোগাযোগ ব্যবস্থা।

পানি বৃদ্ধির কারণে বন্যা কবলিত এলাকায় ৩০০ শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করেছে, জামালপুরে বন্যা কবলিত এলাকায় ৮০ হাজার পরিবারের পাঁচ লাখের বেশি মানুষ পানিবন্দি হয়ে পড়েছে।

এদিকে পানি বাড়ার সঙ্গে সঙ্গে শুকনো খাবারের প্রয়োজনের পাশাপাশি শিশু খাদ্য ও বিশুদ্ধ পানির সঙ্কট দেখা দিয়েছে। কিছু এলাকায় দেখা দিয়েছে চর্ম রোগ এবং শিশুদের ঠাণ্ডা ও সর্দি জ্বর।

জেলা প্রশাসনের পক্ষ থেকে বন্যা কবলিত অসহায় মানুষদের জন্য ৬৫০ মেট্রিক টন চাল ও নগদ ৯ লাখ ৫০ হাজার টাকা বরাদ্দ করেছে। শুকনো খাবার ২ হাজার প্যাকেট ও প্রতি উপজেলায় দুটি করে মেডিকেল টিম দেয়া আছে।

তবে বন্যা কবলিত এলাকার মানুষের দাবি, তাদের কাছে এখনো ত্রাণ সামগ্রী পৌঁছায়নি। এ বিষয়ে ইউনিয়ন পরিষদের সদস্যরা বলছে, বন্যা কবলিত মানুষের সংখ্যার চেয়ে ত্রাণের পরিমাণ কম থাকায় সবাইকে দেয়া সম্ভব হচ্ছে না।

-এএ


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ