বুধবার, ২৭ নভেম্বর ২০২৪ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
অন্তর্বর্তী সরকার ব্যর্থ হলে আবারও অন্ধকারে নিমজ্জিত হবে দেশ: ফখরুল চক্রান্তের ফাঁদে না পড়ে সর্বোচ্চ ধৈর্য ধারণের আহ্বান শায়খ আহমাদুল্লাহর ভোলায় জুলাই-আগস্ট বিপ্লবে শহীদদের স্মরণে দোয়া ও স্মরণসভা চরমোনাইর বার্ষিক অগ্রহায়ণ মাহফিল বুধবার, চলছে সর্বশেষ প্রস্তুতি সবাইকে শান্ত থাকার আহ্বান আসিফ মাহমুদের অসহায় শীতার্তের পাশে মাওলানা গাজী ইয়াকুবের তাকওয়া ফাউন্ডেশন দেশের তিন জেলায় শিক্ষক নিচ্ছে ‘আলোকিত মক্তব’ বৃদ্ধার দাড়ি টেনে ছিঁড়ে ফেলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল প্রতিবন্ধীদের ধর্মীয় ও কারিগরি শিক্ষা দিতে পারলে দেশ এগিয়ে যাবে: ধর্ম উপদেষ্টা ভারতকে হিন্দু রাষ্ট্র করার ষড়যন্ত্র সফল হবে না: মাওলানা আরশাদ মাদানী

আজাদ কাশ্মীরে বন্যায় ১১ জন তাবলিগের সাথীসহ নিহত ২২ (ভিডিও)

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: প্রবল বৃষ্টিপাতে মৌসুমি বন্যার কবলে পড়েছে ভারতীয় উপমহাদেশের বেশ কয়েকটি দেশ। এর মধ্যে পাকিস্তান নিয়ন্ত্রিত আজাদ কাশ্মীরে আকস্মিক বন্যা ও ভূমিধ্বসে মৃত্যু হয়েছে অন্তত ২৩ জনের। সোমবার (১৫ জুলাই) এক সরকারি বিবৃতিতে এই তথ্য জানানো হয়েছে। খবর আল আরাবিয়ার।

খবরে বলা হয়, ঝড় ও ভারী বৃষ্টির ফলে সৃষ্ট বন্যায় ২২ জন নিহত হয়েছে এবং আরও অনেক আহত ও নিখোঁজ রয়েছে। নিহতের মধ্যে স্থানীয় একটি মসজিদে অবস্থানরত ১০ জন তাবলিগের সাথী, দুইজন নিরাপত্তা বাহিনীর সদস্য এবং ৯ জন স্থানীয় বাসিন্দা রয়েছে।

দেশটির মুজাফফরনগর তাবলিগ মারকাজ থেকে তলিয়ে যাওয়া দু’টি মসজিদের একটিতে ১০ জন তাবলিগের সাথীদের অবস্থানের কথা জানানো হয়। ওই ১০ জনের মধ্যে পাঁচজন ফয়সালাবাদের একটি মাদরাসায় পড়াশোনা করত বলে জানা গেছে।

খবরে আরও বলা হয়, ভয়াবহ এ বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে ১৫০ টি বাড়িঘর এবং দুটি মসজিদ। এছাড়াও তলিয়ে গেছে নেলোম ভ্যালি নামের একটি রিসোর্ট।

পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরের দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের মুখপাত্র সায়েদ উর রহমানের বরাত দিয়ে আল আরাবিয়া আরও জানায়, আকষ্মিক বন্যার ফলে গৃহবন্দি হয়ে পড়েছে অনেকে। দুর্যোগের কবলে পড়া মানুষদের উদ্ধারে কাজ শুরু করেছে দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ। আহতদের স্থানীয় হাসপাতআলে চিকিৎসা দেওয়া হচ্ছে।

উল্লেখ্য, কয়েকদিনের বন্যায় নেপালে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৭ জনে। এখনও অন্তত ৩০ জন নিখোঁজ রয়েছেন। এদিকে, ভারতের উত্তরপূর্বাঞ্চলে বন্যায় অন্তত ৪৫ জনের মৃত্যু হয়েছে। বালাদেশের বিভিন্ন জেলায় অন্তত ১০ জন শিশু নিহত হওয়ার খবর পাওয়া গেছে।

আরএম/


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ