আওয়ার ইসলাম: সিরিয়ার উত্তরাঞ্চলীয় দু'টি শহর তিল আবইয়াদ ও তিল রফয়াতকে তথাকথিত সন্ত্রাসী সংগঠন 'আল হিজামুল ইহরাবি' থেকে মুক্ত করে যতদ্রুত সম্ভব সিরিয়ার শরণার্থীদের কাছে হস্তান্তর করার প্রতিশ্রুতি দিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রজব তায়ি্যব এরদোগান।
সোমবার তুরস্কের রাজধানী আঙ্কারায় প্রেসিডেন্ট এরদোগানকে বিশেষ সংবর্ধনা দেওয়ার জন্য দেশটির কয়েকটি সংবাদমাধ্যম কর্তৃক আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। তুরস্কের প্রভাবশালী গণমাধ্যম তুর্কিপ্রেস এ খবর জানিয়েছে।
মুসলিম বিশ্বের প্রভাবশালী এই নেতা গুরুত্বারোপ করে বলেন, আমাদের বর্তমান লক্ষ্য হলো শহর দু'টিকে সন্ত্রাসীদের থেকে পবিত্র করে খুব শিগ্রই তাদের আসল মালিকদের নিকট ফিরিয়ে দেয়া এবং দু'টি নিরাপদ অঞ্চল হিসেবে গড়ে তোলা। আর এজন্য তুরস্ক বেশ কয়েকটি নতুন পদক্ষেপ গ্রহণ করেছে।
তুর্কি প্রেসিডেন্ট জানান, তিল আবইয়াদ ও তিল রফয়াতকে সুন্দর ও সভ্য শহর হিসেবে গড়ে তুলতে তার দেশ ইতিমধ্যে প্রস্তুতি শুরু করে দিয়েছে। এরই ফলশ্রুতিতে অঞ্চল দু'টিকে সন্ত্রাসীদের থেকে মুক্ত করতে অতি সম্প্রতি তিনি বিশ্ব নেতাদের সঙ্গেও আলাপে বসেছিলেন। রাশিয়া, যুক্তরাষ্ট্র ও জার্মানির রাষ্ট্রপ্রধানদের আঙ্কারার নেওয়া পদক্ষেপের সমর্থন করার আহবান জানিয়েছেন তিনি।
এরদোগান আরও জানান, তাদের প্রাথমিক পদক্ষেপের অন্যতম হলো উভয় শহরে পর্যাপ্ত পরিমাণ নতুন নতুন ঘরবাড়ি নির্মান করা, যেন তুরস্কের বিভিন্ন শরণার্থী ক্যাম্পে আশ্রিত সিরীয় নাগরিকরা তাদের নিজ দেশে পুনরায় বসবাস করার সুযোগ পায়।
সূত্র: তুর্কিপ্রেস
আরএম/