আওয়ার ইসলাম: শিক্ষার মান উন্নয়নে ভালো শিক্ষকদের লেকচার দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানে ছড়িয়ে দেয়া হবে বলে ঘোষণা দিয়েছেন শিক্ষামন্ত্রী।
আজ সোমবার শিক্ষা ভিত্তিক টিভি চ্যানেল চালুর পরিকল্পনার কথা জানিয়েছেন শিক্ষামন্ত্রী দীপু মনি। সচিবালয়ে ডিসি সম্মেলনে মতবিনিময় শেষে তিনি এ কথা জানান।
প্রত্যন্ত অঞ্চলের স্কুল-কলেজগুলো শিক্ষার মানে এখনও অনেকটাই পিছিয়ে। ডিসি সম্মেলনে উঠে আসে শিক্ষার মানোন্নয়নের নানা বিষয়। শহরের শিক্ষকদের গ্রামের স্কুলে ক্লাস নেয়ার প্রস্তাব আসে।
শিক্ষামন্ত্রী আরো বলেন, অতিথি শিক্ষক পাঠানোর বিষয়টি কিছুটা জটিল। তবে সেরা শিক্ষকদের ক্লাস লেকচার সারা দেশে পৌছানোর জন্য আলাদা শিক্ষা টিভি চ্যানেল করার পরিকল্পনা আছে।
সংশ্লিষ্টরা বলছেন, যোগ্য শিক্ষকদের বাছাই করা লেকচার পৌঁছে দিতে পারলে শিক্ষার মানে সমতা আসবে। ডিসি সম্মেলনে উঠে আসে চরাঞ্চলের স্কুলে শিক্ষকদের নিয়মিত উপস্থিত না থাকার বিষয়টি। এছাড়া প্রস্তাব ওঠে, শিক্ষা প্রতিষ্ঠানের দেয়াল ঘেঁষে মার্কেট নিষিদ্ধ করার বিষয়টিও।
-এটি