আওয়ার ইসলাম: দ্রুত রোহিঙ্গা সংকট সমাধানে বাংলাদেশকে সহায়তার আশ্বাস দিয়েছেন দক্ষিণ কোরিয়ার প্রধানমন্ত্রী লি নাক-ইওন। তিনি বলেন, রোহিঙ্গা সংকট সমাধানে আমাদের পক্ষে যা করা সম্ভব, তা করবো। এ দেশের পণ্য যাতে দক্ষিণ কোরিয়ায় কোটা ও শুল্কমুক্ত প্রবেশাধিকার পায় সেটি বিবেচনা করবে তার সরকার।
রোববার (১৪ জুলাই) বিকেলে প্রধানমন্ত্রীর কার্যালয়ে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে বৈঠকে এ কথা জানান দেশটির প্রধানমন্ত্রী লি নাক ইয়োন। বাংলাদেশকে বিনিয়োগের উপযুক্ত ক্ষেত্র হিসেবে উল্লেখ করেন তিনি।
বাংলাদেশকে ১ বিলিয়ন ডলার উন্নয়ন সহায়তারও আশ্বাস দেন দক্ষিণ কোরিয়ার প্রধানমন্ত্রী। দ্বিপক্ষীয় এ বৈঠকে পরমাণু বিদ্যুৎ, এলএনজি, আইসিটি ও অবকাঠামো খাতে বিনিয়োগে আগ্রহের কথা জানান দেশটির এ নির্বাহী।
দক্ষিণ কোরিয়ায় বর্তমানে ১ হাজার বাংলাদেশি লেখাপড়া করছে উল্লেখ করে আগামিতে এ সংখ্যা আরও বাড়ানোর আশ্বাস দেন তিনি। এ সময় গেলো ১০ বছরে বাংলাদেশের অভাবনীয় অগ্রযাত্রার প্রশংসা করেন লি নাক ইয়োন।
-এএ