আওয়ার ইসলাম: রাষ্ট্রীয় কোষাগার থেকে বেতন-ভাতার দাবিতে, সব পৌরসভায় দুই দিন ধরে সেবা বন্ধ করে, জাতীয় প্রেসক্লাবের সামনে অবস্থান কর্মসূচি পালন করছে কর্মকর্তা-কর্মচারীরা।
জানা যায়, আগামী দুই দিনের মধ্যে দাবি মানা না হলে, আমরণ অনশনসহ সব পৌরসভায় তালা ঝুলিয়ে দেয়ার হুঁশিয়ারিও দিয়েছে আন্দোলনকারীরা। পৌরসভা সার্ভিস অ্যাসোসিয়েশনের ব্যানারে পূর্ব ঘেষিত কর্মসূচির ২য় দিনে, জাতীয় প্রেসক্লাবের সামনের সড়ক অবরোধ করে দাবি আদায়ে বিক্ষোভ করেন বিভিন্ন পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা।
আন্দোলনকারীদের দাবি, তিনশো ২৮ পৌরসভার প্রায় ৩৫ হাজার কর্মকর্তা-কর্মচারী দীর্ঘ দিন ধরে বেতন ভাতা পাচ্ছে না। অনেক কষ্টে দিন যাপনের কথাও জানান তারা। অ্যাসোসিয়েশনের দাবি, কর্মকর্তা-কর্মচারীদের বেতন হয় পৌর কর থেকে, রাষ্ট্রীয় কোষাগার থেকে বেতন- ভাতার দাবিতে অতীতে বিভিন্ন মহল থেকে আশ্বাস দেয়া হলেও তা এখনো কার্যকর হয়নি। চলমান আন্দোলনের ২য় দিন পর্যন্ত ২৫জন অসুস্থ হয়ে পড়েছেন বলেও দাবি করে পৌরসভা সার্ভিস অ্যাসোসিয়েশন।
-এটি