আওয়ার ইসলাম: নুসরাত হত্যা মামলায় আজ তিনজনের সাক্ষ্যগ্রহণ হয়েছে। এ নিয়ে এ মামলায় ৯২জন সাক্ষীর মধ্যে ১৯ জনের সাক্ষ্যগ্রহণ করা হলো।
আজ সোমবার (১৫ জুলাই) সকালে জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে অধ্যক্ষ সিরাজসহ ১৬ আসামিকে বিচারক মামুনুর রশিদের আদালতে সাক্ষ্যগ্রহণ করা হয়। এর আগে কড়া নিরাপত্তায় আদালতে তোলায়। তাদের সামনেই সাক্ষ্য দেন সোনাগাজী ইসলামিয়া মাদরাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ হোসাইন, পৌর কাউন্সিলর মোহাম্মদ ইয়াসি ও অ্যাম্বুলেন্স চালক নুরুল কারিম।
পরে আগামীকাল পরীক্ষা কেন্দ্র সচিব মোহাম্মদ নুরুল আবসার ফারুকী, নুসরাতের বান্ধবী তামান্না ও সাথীর সাক্ষ্যগ্রহণের দিন ধার্য করেন আদালত। গত ৬ এপ্রিল নুসরাতের গায়ে কেরোসিন ঢেলে আগুন দেয় আসামিরা। ১০ এপ্রিল চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিকেলে মারা যায় নুসরাত।
-এটি