জুনায়েদ হাবীব, চট্রগ্রাম প্রতিনিধি: দেশে ধর্ষনের অস্হিশীল পরিস্থিতির কারনে ধর্ষকদের সর্বোচ্চ শাস্তির দাবীতে দ্বিতীয় দিনের মতো আন্দোলনে নেমেছে সাধারণ শিক্ষার্থীরা।
রোববার সকাল ১০টায় বন্দরনগরীর চট্টগ্রাম প্রেস ক্লাবে মানববন্ধন করেন সম্মিলিত শিক্ষার্থীরা। এসময় এ আন্দোলনকে ঘিরে
নগরীর বিভিন্ন পয়েন্টে কঠোর নিরাপত্তা বলয় তৈরী করা হয়। আন্দোলনে অংশ নেওয়া শতাধিক শিক্ষার্থীরা ধর্ষকদের বিরুদ্ধে স্লোগান দিতে থাকেন।
আন্দোলনে অংশ নেওয়া নিরাপদ সড়ক চাই আন্দোলনের (চট্টগ্রাম) এর যুগ্ন আহ্বায়ক মোহাম্মদ আরিফ উদ্দীন আওয়ার ইসলামকে বলেন, প্রথম আলোর সুত্র অনুযায়ী গত ৬ মাসে ২০৮৩ জন নারী ও শিশু ধর্ষণ, হত্যা এবং নির্যাতনের শিকার। তন্মধ্যে খুব কম ঘটনার বিচার হয়েছে। বিচারহীনতায় নতুন অপরাধের জন্ম দেয়। ধর্ষকদের দ্রুত সর্বোচ্চ শাস্থির আওতায় আনার পাশাপাশি সামাজিক, নৈতিক মূল্যবোধ তৈরি করতে পারলে ধর্ষণের মত ধিক্কারজনক ঘটনা কমে আসবে।
এদিকে বাড়তি নিরাপত্তার বিষয় নিয়ে সিএমপির সহকারী কমিশনার নোবেল চকমা আওয়ার ইসলামকে বলেন, ছাত্র ছাত্রীদের এ আন্দোলনে অপ্রীতিকর ঘটনা ঠেকাতে আমাদের নিরাপত্তা বলয় জোরদার করা হয়েছে।
কর্মসূচিতে যেসব প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নিয়েছেন সেগুলো হচ্ছে- ইস্পাহানি পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, চট্টগ্রাম সরকারি মহিলা কলেজ, ওমরগণি এম ই এস কলেজ, চট্টগ্রাম ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, নাসিরাবাদ সরকারি উচ্চ বিদ্যালয়, কাজেম আলী স্কুল অ্যান্ড কলেজ, সরকারি হাজী মুহাম্মদ মহসিন কলেজ, সরকারি মুসলিম উচ্চ বিদ্যালয়, বাংলাদেশ মহিলা সমিতি উচ্চ বিদ্যালয় (বাওয়া স্কুল) এবং চট্টগ্রাম আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ।
আরএম/