বুধবার, ২৭ নভেম্বর ২০২৪ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
অন্তর্বর্তী সরকার ব্যর্থ হলে আবারও অন্ধকারে নিমজ্জিত হবে দেশ: ফখরুল চক্রান্তের ফাঁদে না পড়ে সর্বোচ্চ ধৈর্য ধারণের আহ্বান শায়খ আহমাদুল্লাহর ভোলায় জুলাই-আগস্ট বিপ্লবে শহীদদের স্মরণে দোয়া ও স্মরণসভা চরমোনাইর বার্ষিক অগ্রহায়ণ মাহফিল বুধবার, চলছে সর্বশেষ প্রস্তুতি সবাইকে শান্ত থাকার আহ্বান আসিফ মাহমুদের অসহায় শীতার্তের পাশে মাওলানা গাজী ইয়াকুবের তাকওয়া ফাউন্ডেশন দেশের তিন জেলায় শিক্ষক নিচ্ছে ‘আলোকিত মক্তব’ বৃদ্ধার দাড়ি টেনে ছিঁড়ে ফেলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল প্রতিবন্ধীদের ধর্মীয় ও কারিগরি শিক্ষা দিতে পারলে দেশ এগিয়ে যাবে: ধর্ম উপদেষ্টা ভারতকে হিন্দু রাষ্ট্র করার ষড়যন্ত্র সফল হবে না: মাওলানা আরশাদ মাদানী

ইরাকের মসুলে ফের দূতাবাস চালুর ঘোষণা দিল তুরস্ক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ইরাকের মসুল নগরীতে ফের দূতাবাস চালু করার ঘোষণা দিয়েছে তুরস্ক। ইরাকে নিযুক্ত তুর্কি-রাষ্ট্রদূত ফতেহ ইয়ালদিজ স্থানীয় সময় সোমবার একটি সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন। তুরস্কের শক্তিশালী সংবাদমাধ্যম ডেইলি সাবাহ এ খবর দিয়েছে।

এ সময় তিনি সাংবাদিকদের জানান, মসুলে চালু হতে যাওয়া দূতাবাস থেকে খুব শিগগিরই প্রয়োজনীয় সব সেবা গ্রহণ করা যাবে।

ইরাকের পক্ষে এই সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন মসুলের নিনবী জেলার গভর্নর মানসুর আল মারয়িদ।

সংবাদ সম্মেলনে তুর্কি-রাষ্ট্রদূত ফতেহ ইয়ালদিজ মানসুর আল মারয়িদকে দু'দেশের মানবিক, ঐতিহাসিক এবং শক্তিশালী দ্বিপাক্ষিক সম্পর্কের প্রতি ইঙ্গিত করে বলেন, তাদের এই সাক্ষাৎ ইরাকের পুনর্গঠন এবং মসুল সম্পর্কে আঙ্কারার আত্মবিশ্বাস আরো জোরদার করতে সাহায্য করবে।

তিনি আরো বলেন, মুসলের আঞ্চলিক কর্তৃপক্ষের সঙ্গে বাণিজ্য, বিনিয়োগ ও পরিবহন খাতে তুরস্ক অবদান রাখবে। এসময় তিনি যুদ্ধবিধ্বস্ত মুসল নগরীর পুনর্গঠন ও অর্থনৈতিক উন্নয়ন এখন সময়ের প্রয়োজনীয় বিষয় সম্পর্কে মনে করিয়ে দেন।

উল্লেখ্য, সন্ত্রাসী সংগঠন আইএস কর্তৃক ২০১৪ সালের ২০ সেপ্টেম্বর মসুলের তুর্কি দূতাবাস ভবনে হামলা হয় এবং সে সময় ভবনের মধ্যে থাকা অনেক মানুষ হতাহতের শিকার হলে দূতাবাস বন্ধ করে দেয়া হয়।

সূত্র: ডেইলি সাবাহ।

আরএম/


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ