আওয়ার ইসলাম: সুইডেনে ছোট একটি বিমান বিধ্বস্ত হয়ে ৯ জন নিহত হয়েছে।
স্থানীয় সময় রোববার দুপুর ২ টার দিকে উত্তর সুইডেনের উমেয়া এলাকার কাছে একটি নদীতে বিমানটি বিধ্বস্ত হয়েছে। স্থানীয় সংবাদমাধ্যমের বরাত দিয়ে বার্তা সংস্থা স্পুৎনিক জানিয়েছে, বিমানটির সব যাত্রী ছিলেন প্যারাট্রুপার। বিমানটির কোনো আরোহী আর বেঁচে নেই বলে স্থানীয়রা নিশ্চিত করেছেন।
ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি মিররের বরাতে জানা যায়, স্থানীয় সময় আনুমানিক দুপুর দুটার দিকে বিমানটি বিধ্বস্ত হয়। একজন প্রত্যক্ষদর্শী বলেন, তিনি আচমকা বিকট শব্দ শুনতে পান। দেখেন একটি বিমান ভুতের মতো মুখ নিচের দিকে করে মাটিতে পড়ে যাচ্ছে। বিমানটি বিধ্বস্ত হওয়ার সঙ্গে সঙ্গেই বিকট শব্দ হয়।
উমেয়া বিমানবন্দর থেকে আনুমানিক দুই কিলোমিটার দূরে স্টোরস্যান্ডাক্সার নামক দ্বীপের পাশের একটি নদীতে বিমানটি বিধ্বস্ত হয়। পুলিশের এক মুখপাত্র বলেন, প্রাথমিকভাবে আমরা জানতে পেরেছি বিমানবন্দরের দক্ষিণ দিকে অদূরেই দুর্ঘটনাটি ঘটে। সূত্র: ডেইলি মিরর
-এটি