বুধবার, ২৭ নভেম্বর ২০২৪ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
অন্তর্বর্তী সরকার ব্যর্থ হলে আবারও অন্ধকারে নিমজ্জিত হবে দেশ: ফখরুল চক্রান্তের ফাঁদে না পড়ে সর্বোচ্চ ধৈর্য ধারণের আহ্বান শায়খ আহমাদুল্লাহর ভোলায় জুলাই-আগস্ট বিপ্লবে শহীদদের স্মরণে দোয়া ও স্মরণসভা চরমোনাইর বার্ষিক অগ্রহায়ণ মাহফিল বুধবার, চলছে সর্বশেষ প্রস্তুতি সবাইকে শান্ত থাকার আহ্বান আসিফ মাহমুদের অসহায় শীতার্তের পাশে মাওলানা গাজী ইয়াকুবের তাকওয়া ফাউন্ডেশন দেশের তিন জেলায় শিক্ষক নিচ্ছে ‘আলোকিত মক্তব’ বৃদ্ধার দাড়ি টেনে ছিঁড়ে ফেলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল প্রতিবন্ধীদের ধর্মীয় ও কারিগরি শিক্ষা দিতে পারলে দেশ এগিয়ে যাবে: ধর্ম উপদেষ্টা ভারতকে হিন্দু রাষ্ট্র করার ষড়যন্ত্র সফল হবে না: মাওলানা আরশাদ মাদানী

চলমান পরিস্থিতি নিয়ে ভারতের সংসদ কেন্দ্রীয় মসজিদে মুসলিম নেতাদের বৈঠক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবদুল্লাহ তামিম ♦

ভারতের নয়া দিল্লির সংসদ ভবনের কেন্দ্রীয় জামে মসজিদে ভারতের চলমান পরিস্থিতি মুকাবিলা করতে মুসলিম নেতাদের এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়।

গতকাল শনিবার সংসদ মসজিদের ইমাম ও খতিব মাওলানা মুহিবুল্লাহ নদভির আমন্ত্রণে দিল্লিসহ বিভিন্ন রাজ্যের মুসলিম সাংসদ ও নেতাগণ উপস্থিত হয়েছেন।

দ্যা ইনকিলাব এর বরাতে জানা যায়, মুসলিম নেতাদের এ বৈঠকে ভারতের বর্তমান পরিস্থিতি মুকাবিলা বিষয়ে আলোচনা করা হয়। বৈঠকে সাহারানপুর থেকে সাংসদ হাজি ফজলুর রহমান, শফিকুর রহমান বুরকে এমপি, মোরাদাবাদ থেকে ড. এস আর হাসান।

কেরালা থেকে ইন্ডিয়ান ইউনিয়ন মুসলিম লীগের সদস্য পি কে কট। আসামের মাওলানা বদরুদ্দীন আজমল, জাভেদ আলী ও রাজ্যসভার সাংসদ মুহাম্মদ। জাতীয় কংগ্রেস পার্টির এমপি মজিদসহ আরো অনেক মুসলিম নেতা উপস্থিত ছিলেন।

এছাড়া উপস্থিত ছিলেন  ভারতীয় ইসলামী সংস্কৃতি কেন্দ্রের সভাপতি সিরাজউদ্দীন কুরাইশি ও সাবেক কেন্দ্রীয় মন্ত্রী মোহাম্মদ আদীব, সাবেক কেন্দ্রীয় মন্ত্রী মহসিন কিডওয়াইও উপস্থিত ছিলেন।

মসজিদের ইমাম মাওলানা মুহিউল্লাহ নদভি সকল অতিথিদের স্বাগত জানিয়ে স্বাগত বক্তব্যে বলেন, আমরা এ দেশের নাগরিক। আমাদের উপর নির্যাতন করছে এক শ্রেণির লোক। আমরা তাদের যত ছাড় দিবো ততবেশি নির্যাতিত হবে মুসলিম। আমাদের এ নির্যাতনের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে দাঁড়াতে হবে।

সাহারানপুরের সাংসদ হাজি ফজলুর রহমান বলেন, দেশের স্বাধীনতা থেকে শুরু করে দেশের প্রতিটি ক্ষেত্রে আলেমদের আবদান অস্বীকার করতে পারবে না কেউ। তারপরও মুসলিমদের রক্তে রঞ্জিত হচ্ছে এ দেশের মাটি। এটি সরকারের ব্যর্থতা ছাড়া আর কিছুই না। আমরা এ বিষয়গুলো সংসদের অধিবেশনে এক যোগে উত্থাপন করবো ইনশাআল্লাহ।

-এটি


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ