আওয়ার ইসলাম: অবৈধ রিকশা চলাচল বন্ধে রাজধানীতে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হবে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র সাঈদ খোকন।
রোববার নগর ভবনে অবৈধ যানবাহন নিয়ন্ত্রণে গঠিত কমিটির বৈঠক শেষে মেয়র বলেন, সভায় রিকশা মালিকরা অবৈধ রিকশা এবং ব্যাটারিচালিত রিকশা উচ্ছেদের অনুরোধ জানিয়েছেন। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। মূল সড়কে চলাচলকারী রিকশা এবং অলিগলিতে চলাচলকারী ব্যাটারিচালিত রিকশা রয়েছে, তা উচ্ছেদ করতে প্রয়োজনীয় উদ্যোগ নেব শিগগিরই। অবৈধ রিকশার ব্যাপারে ভ্রাম্যমাণ আদালতগুলোর সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। তারা অচিরেই এসব অবৈধ রিকশা উচ্ছেদ করবে।
নগর কর্তৃপক্ষের এসব সিদ্ধান্তকে বৈঠকে উপস্থিত রিকশা-ভ্যান মালিক ও শ্রমিকদের প্রতিনিধিরা স্বাগত জানিয়েছেন বলে জানান মেয়র।
সাঈদ খোকন বলেন, তিনটি সড়কে রিকশা চলাচল বন্ধের যে সিদ্ধান্ত হয়েছে তা অপরিবর্তিত থাকবে। পর্যাপ্ত না থাকায় এসব এলাকার যেসব নাগরিক দুর্ভোগে পড়েছেন তাদের জন্য বিআরটিসি বিশটি, প্রয়োজনের আরও ত্রিশটি বাস অবিলম্বে নামাবে। মূল সড়কের পাশের যেসব ফিডার রোড রয়েছে, সেসব জায়গায় বিআরটিসির বাস স্টপেজ থাকবে, যেন অলিগলি থেকে বের হয়ে নাগরিকরা বাসে চড়তে পারেন। কাছাকাছি দূরত্বে, স্কুল-কলেজে বা নির্ধারিত গন্তব্যে যেতে পারবেন।
আরএম/