আওয়ার ইসলাম: মালয়েশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সাইফুদ্দিন বিন আব্দুল্লাহ দুই দিনের সরকারি সফরে আগামী রোববার (৭ জুলাই) ঢাকা আসছেন।
ঢাকা সফরে রোহিঙ্গা, জনশক্তি, বাণিজ্য ও বিনিয়োগ প্রাধান্য পাবে বলে কূটনৈতিক সূত্রে জানা গেছে।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তা জানান, পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের আমন্ত্রণেই ঢাকা সফরে আসছেন মালয়েশিয়ার পররাষ্ট্রমন্ত্রী। ঢাকা সফরে দুই মন্ত্রীর মধ্যে দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হবে। বৈঠকে রোহিঙ্গা সংকট এবং জনশক্তি সর্বাধিক গুরুত্ব পাবে।
সফরে মালয়েশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সাইফুদ্দিন বিন আব্দুল্লাহ কক্সবাজারের একাধিক রোহিঙ্গা শিবির সরেজমিন ঘুরে দেখবেন এবং সংশ্লিষ্টদের সঙ্গে আলাপ করবেন।
রোহিঙ্গা সংকট সমাধানে মালয়েশিয়া এবং দক্ষিণ-পূর্ব রাষ্ট্রগুলোর জোট আসিয়ানের সক্রিয় ভূমিকা চায় ঢাকা মালয়েশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সাইফুদ্দিন বিন আব্দুল্লাহকে ঢাকার পক্ষ থেকে এই বার্তা দেয়া হবে।
রোহিঙ্গা ইস্যুতে সম্প্রতি আসিয়ানের ফাঁস হওয়া প্রতিবেদন নিয়েও মালয়েশিয়ার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আলাপ করা হবে।
পররাষ্ট্রমন্ত্রী সাইফুদ্দিন বিন আব্দুল্লাহ’র ঢাকা সফরে রোহিঙ্গা ইস্যুর পাশাপাশি জনশক্তি বিষয়েও গুরুত্ব দেওয়া হবে। মালয়েশিয়াতে গত সেপ্টেম্বর থেকে বাংলাদেশি শ্রমিক নিয়োগ স্থগিত রয়েছে। ঢাকা চাচ্ছে স্থগিত হওয়া শ্রমবাজার দ্রুত চালু করতে।
-এটি