আওয়ার ইসলাম: ভারতের আলিগড়ে দিলশের নামে এক ব্যক্তি নিজের বাড়িতে বসে হিন্দু ধর্মগ্রন্থ গীতা পড়ছিলেন। মুসলমান হওয়া সত্ত্বেও গীতা পড়ায় তার ওপর হামলা চালায় তার সম্প্রদায়েরই কয়েকজন।
একজন মুসলমান হয়ে অন্য ধর্মের বই পড়া অপরাধ বলে ফতোয়া জারি করে যায় তারা। এ ঘটনায় দু-জনকে গ্রেফতার করেছে পুলিশ।
আলিগড়ে শাহ জামাল এলাকার বাসিন্দা ৫৫ বছরের দিলশের পেশায় একজন নিরাপত্তা কর্মী। গত ৩৮ বছর ধরে তিনি নিয়মিত গীতা পড়েন বলে জানিয়েছেন।
ধর্ম তাকে অন্য ধর্মের বই পড়তে নিষেধ করে না বলে দাবি দিলশেরের। কিন্তু সে কথা মানতে চায়নি এলাকার আরও কয়েকজন। সামির এবং জাকির নামে দুই ব্যক্তি তার বাড়িতে ঢুকে মারধর করে দিলশেরকে।
দিলশেরের বাড়ি থেকে গীতা ও রামচরিত মানস বের করে ছুড়ে ফেলে দেয় তারা। পরে পুলিশ এসে সামির ও জাকিরকে গ্রেফতার করে। পুরো ঘটনার তদন্ত করা হচ্ছে বলে জানিয়েছেন আলিগড়ের পুলিশ সুপার অভিষেক।
-এটি