মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬


‘নয়ন বন্ডকে কারা আস্কারা দিয়ে ‘সন্ত্রাসী’ বানিয়েছে, খুঁজে বের করব’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ‘বরগুনায় আলোচিত রিফাত শরীফ হত্যার প্রধান সন্দেহভাজন নয়ন বন্ডকে কারা আস্কারা দিয়ে ‘সন্ত্রাসী’ বানিয়েছে সেটা খুঁজে বের করা হবে বলে বলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল ।’

রাজধানী ঢাকার ধানমন্ডির আবাহনী মাঠে ‘ঢাকা ব্যাংক ফিবা অনুর্ধ্ব ১৬ এশিয়ান চ্যাম্পিয়নশীপ’ দলের মধ্যে পুরস্কার বিতরণী অনুষ্ঠান শেষে আজ শুক্রবার (৫ জুলাই) দুপুরে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

২৬ জুন বরগুনায় রিফাতকে প্রকাশ্যে কুপিয়ে হত্যার পর প্রধান সন্দেহভাজন নয়ন বন্ডের অতীতের নানা সন্ত্রাসী কর্মকাণ্ডের বিষয়টি গণমাধ্যমে আসে।

সন্ত্রাসী কর্মকাণ্ডের একাধিক মামলার আসামি নয়নের কোনও বিচার না হওয়ায় বেপরোয়া হয়েছে বলেই স্থানীয়রা বলেছেন গণমাধ্যমকে। তবে গত মঙ্গলবার পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে তার অধ্যায়ের সমাপ্তি হয়। নিহত হন নয়ন বন্ড।

বন্দুকযুদ্ধে নিয়ে আরও সতর্ক হতে হাইকোর্টের মন্তব্য নিয়েও মন্ত্রীকে প্রশ্ন করেন সাংবাদিকরা। জবাবে তিনি বলেন, ‘আমরা কেউ বিচারবহির্ভূত হত্যাকাণ্ড সমর্থন করি না। তবে নয়নের বিষয়ে যেটি হয়েছে সেটি ছিল আত্মরক্ষার স্বার্থে।’

-এটি


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ