আওয়ার ইসলাম: বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই গাজীপুরের নয়নপুর অটো স্পিনিং মিলে অগ্নিকাণ্ডের সূত্রপাত বলে জানিয়েছেন তদন্ত কমিটির প্রধান জেলা অতিরিক্ত ম্যাজিস্ট্রেট মুহা. শাহীনুল রহমান।
গতকাল বুধবার (৩ জুলাই) সন্ধ্যায় ক্ষতিগ্রস্ত কারখানা পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
গত মঙ্গলবার দুপুর আড়াইটায় কারখানার দক্ষিণ দিকের একটি তুলার গুদামে আগুন লাগে। সেই আগুন দ্রুত পুরো কারখানায় ছড়িয়ে পড়ে। ফায়ার সার্ভিসের ১৮টি ইউনিট বিরতিহীনভাবে কাজ করে ১১ ঘণ্টায় আগুন নিয়ন্ত্রণে আনলেও ততক্ষণে পুরো কারখানা পুড়ে ছাই হয়ে যায়। এ ঘটনায় নিহত হন ছয়জন।
এদিকে অগ্নিকাণ্ডে নিহত ছয়জনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানিয়ে শ্রীপুর থানার অফিসার ইনচার্জ মুহা. লিয়াকত আলী। তিনি বলেন, জেলা প্রশাসনের পক্ষ থেকে ২৫ হাজার ও কারখানা কর্তৃপক্ষ ১০ হাজার করে টাকা দিয়েছেন তাদের স্বজনদের।
-এএ