মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
মাদারীপুরে ‘প্রথম আলো’ ও ‘ডেইলি স্টার’ পোড়ালেন ছাত্র-জনতা ইউপি সদস্যকে হত্যা করতে এসে আগ্নেয়াস্ত্রসহ আটক ৩ চিন্ময়কে মুক্তি না দিলে বাংলাদেশ সীমান্ত অবরোধের হুমকি বিজেপির পিটিআইয়ের সমাবেশ ঠেকাতে পাকিস্তানে নামানো হলো সেনাবাহিনী ‘জাতীয় ছাত্র সংহতি সপ্তাহ’ ঘোষণা করল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সৌদির সেবা কোম্পানির সঙ্গে হজ এজেন্সির চুক্তির নির্দেশনা মহেশখালী থানার বিশেষ অভিযানে পরোয়ানাভুক্ত ১১ জন আসামি গ্রেফতার বৃষ্টির সময় কাবা প্রাঙ্গণে নামাজ আদায় ওমরা পালনকারীদের নিউ বসুন্ধরা রিয়েল এস্টেট গ্রাহকদের মূলধন ফেরত পাওয়ার দাবিতে সংবাদ সম্মেলন মাওলানা আতহার আলীকে বাদ দিয়ে জাতীয় ইতিহাস রচিত হতে পারে না: ধর্ম উপদেষ্টা

বিচারবহির্ভূত হত্যাকাণ্ড পছন্দ করি না: হাইকোর্ট

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম:  বিচারবহির্ভূত কোন ধরনের হত্যা হাইকোর্ট পছন্দ করেন না।

আজ বৃহস্পতিবার বরগুনার আলোচিত হত্যাকাণ্ড রিফাত শরীফ হত্যা মামলার তদন্তের অগ্রগতি নিয়ে দাখিল করা প্রতিবেদনের শুনানির সময় আদালত এ মন্তব্য করেন। বিচারপতি কে এম কামরুল কাদের ও বিচারপতি এফ আর এম নাজমুল আহসানের সমন্বয়ে গঠিত দ্বৈত হাইকোর্ট বেঞ্চে এ শুনানিটি হয়।

আদালত বলেন, দেশজুড়ে বহুল আলোচিত রিফাত হত্যা মামলার প্রধান আসামি সাব্বির আহম্মেদ ওরফে নয়ন বন্ড (২৫) একদিনে তৈরি হয়নি। কেউ তাকে লালন পালন করে আজকের এ অবস্থান পর্যন্ত এনেছে।

আদালত আরও বলেন, নয়ন বন্ড পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে নিহত হয়েছেন। কিন্তু আদালত বিচারবহির্ভূত কোন হত্যাকাণ্ড পছন্দ করে না।

এর আগে বরগুনার জেলা প্রশাসক ও পুলিশ সুপার আদালতে রিফাত হত্যা মামলার তদন্ত অগ্রগতির প্রতিবেদন জমা দেন। প্রতিবেদনে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে নয়ন বন্ডকে গ্রেপ্তারে করতে অভিযান চালানোর সময় পুলিশ নিজেদের আত্মরক্ষার্থে আসামি নয়নের ওপর গুলি ছুড়তে বাধ্য হয়।

প্রতিবেদনে আরও বলা হয়, পুলিশ ইতোমধ্যে ৫ জন এজাহারভুক্ত এবং ৪ জন সন্দেহভাজন আসামিকে গ্রেপ্তার করেছে। পাশাপাশি এখনো বাকি এজাহারভুক্ত আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চালিয়ে যাচ্ছে।

প্রকাশ্য দিবালোকে স্ত্রীর সামনে কুপিয়ে হত্যা করা রিফাত শরীফ হত্যা মামলার গ্রেপ্তারকৃত এজাহারভুক্ত আসামিরা হলেন- মামলার ২ নম্বর আসামি রিফাত ফরাজী (২৩), ৯ নম্বর আসামি মো. হাসান (১৯), ৪ নম্বর আসামি চন্দন (২১)।

১২ নম্বর আসামি টিকটক হৃদয় (২১) ও ১১ নম্বর আসামি মো. অলিউল্লাহ অলি (২২)। সন্দেহভাজন গ্রেপ্তারকৃতরা হলেন- তানভীর (২২), মো. নাজমুল হাসান (১৯), মো. সাগর (১৯), রাফিউল ইসলাম রাব্বি ও কামরুল হাসান সাইমুন (২১)।

-এটি


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ