আওয়ার ইসলাম: ইতালির স্ট্রোমোবালি দ্বীপে আগ্নেয়গিরির উৎগীরণে একজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন বেশ কয়েকজন। তবে আহতদের মধ্যে কারো অবস্থাই গুরুতর নয় বলে জানানো হয়েছে।
দ্বীপটিতে আগ্নেয়গিরির উৎগীরণের পর থেকেই তা নিয়ন্ত্রণে কাজ করছে ইতালির নৌবাহিনীসহ ফায়ার সার্ভিসের কর্মীরা।
ইতোমধ্যে ওই এলাকা থেকে সাধারণ মানুষদের উদ্ধার করে নিরাপদ স্থানে পাঠানো হয়েছে। বিমান এবং হেলিকপ্টার থেকে নিক্ষেপ করা হচ্ছে পানি ও বালু। আগ্নেয়গিরির উৎগীরণের কারণে কালো ছাইয়ে ঢেকে গেছে পুরো দ্বীপের আকাশ।
-এএ