আওয়ার ইসলাম: হাজিদের স্বাগত জানাতে নতুন রূপে সেজেছে ঢাকার আশকোনার হজ ক্যাম্প। আরবি ও বাংলা ভাষায় লেখা ব্যানার ও ফেস্টুন দিয়ে সাজানো হয়েছে এয়ারপোর্ট থেকে হজ ক্যাম্প পর্যন্ত রাস্তার দু’পাশ।
হাজিদের স্বাগত জানাতে বসানো হয়েছে সুসজ্জিত একাধিক তোরণ। হজ ক্যাম্পের ভেতরে বিভিন্ন ব্যাংক এবং কোম্পানির সৌজন্যে নিয়োজিত রয়েছে স্বেচ্ছাসেবীরা। বসানো হয়েছে হেল্প ডেস্ক।
আশকোনার পুরো হজক্যাম্পই এখন নতুন রূপে সেজেছে। প্রস্তুত হচ্ছে হাজীদের বরণ করে নিতে। যদিও প্রত্যেক হাজি দু’একদিন এখানে থাকার পর হজ পালনের উদ্দেশ্যে নির্ধারিত ফ্লাইটেই এখান থেকেই চলে যাবেন সৌদী আরবে।
আজ বুধবার সকালে থেকেই হজ ক্যাম্প ঘুরে দেখা গেছে হাজিরা আসছেন বিভিন্ন এলাকা থেকে। বিশেষ করে প্রথম দিকে যাদের ফ্লাইট তারা চলে আসছেন আগেভাগেই।
ক্যাম্পের দোতলায় হাজিদের থাকার ব্যবস্থা করেছে কর্তৃপক্ষ। হজে গমনেচ্ছুদের সাথে ক্যাম্পে আসছেন আত্মীয়স্বজনরাও। তবে ক্যাম্পে তাদের থাকার কোনো অনুমতি নেই।
এদিকে আগামীকাল বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে হজ্জের ফ্লাইট। আশকোনাস্থ হজ অফিসের পরিচালক (হজ অফিসার) মো: সাইফুল ইসলাম নয়া দিগন্তকে জানান, আমাদের সব ধরনের প্রস্তুতি শেষ করেছি।
আগামীকাল (বৃহস্পতিবার) সকাল সাতটায় প্রথম ফ্লাইট ঢাকা ছেড়ে যাবে। তিনি আরো জানান, প্রথম দিনে মোট দুই হাজার ছয় শ’ হাজী ঢাকা ছাড়বেন বলে আশা করা হচ্ছে।
আশকোনাস্থ হজ অফিস সূত্র আরো জানায়, প্রথম দিনে ঢাকা থেকে মোট সাতটি ফ্লাইট হাজীদের নিয়ে সৌদী আরবে যাবে। এর মধ্যে বাংলাদেশ বিমানের ৪টি ফ্লাইট আর সৌদি এয়ারলাইন্সের তিনটি ফ্লাইট। সাতটি ফ্লাইটে মোট দুই হাজার ছয় শ’ হজযাত্রী প্রথম দিনে ঢাকা ছাড়বে।
-এটি