আওয়ার ইসলাম: ঢাকার চারপাশের নদী দখলমুক্ত করার অভিযানের চতুর্থ পর্যায়ের দ্বিতীয় দিনে, বুড়িগঙ্গার দক্ষিণপাড়ে কেরানীগঞ্জ এলাকায় দেড় শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে বিআইডব্লিউটিএ।
এক্সাভেটর দিয়ে এক এক করে গুঁড়িয়ে দেয়া হয়েছে নদীর সীমানা পিলারের মধ্যে করা ছোট বড় ব্যবসায়িক প্রতিষ্ঠান ও স মিল। উচ্ছেদ থেকে রেহাই পায়নি নদীর জায়গা দখল করে নির্মাণ করা আবাসিক ভবনও।
বুধবার (৩ জুলাই) সকালে বুড়িগঙ্গার দক্ষিণপাড় রসুলপুর থেকে শুরু হয় উচ্ছেদ। এসময় জিনজিরা ঘাট এলাকায় শতাধিক ব্যবসা প্রতিষ্ঠান গুঁড়িয়ে দেয় বিআইডব্লিউটিএ। নদী ও ওয়াকওয়ের জায়গা ফিরে পাওয়ায় স্থানীয়রাও অভিযানে সহায়তা করেন।
নদীর পাড়ে হাঁটার রাস্তা ও সীমানা পিলারের মধ্যে থাকা স্থাপনা উচ্ছেদকে স্বাগত জানিয়েছেন স্থানীয়রাও। তবে উদ্ধার হওয়া জায়গা, যাতে আবারও দখল হয়ে না যায়, সেজন্য কার্যকর পদক্ষেপ নেয়ার আহ্বান জানিয়েছে পরিবেশবাদী সংগঠন পবা।
পরিবেশবাদী সংগঠন পবা, উচ্ছেদ কার্যক্রম সফল করতে উদ্ধার হওয়া জায়গায় স্থায়ী পরিবেশবান্ধব স্থাপনা নির্মাণের পরামর্শ দেয়।
বিআইব্লিউটিএ জানিয়েছে, আগামী শনিবার স্থায়ী সীমানা পিলার নির্মাণের মাধ্যমে উচ্ছেদ পরবর্তী কার্যক্রম শুরু করতে যাচ্ছে সংস্থাটি। চতুর্থ পর্যায়ের উচ্ছেদ চলবে আগামী ২৫ জুলাই পর্যন্ত।
-এএ