আওয়ার ইসলাম: লিবিয়ার রাজধানী ত্রিপোলির তাজোরা শহরে একটি অভিবাসী আটক কেন্দ্রে বিমান হামলার ঘটনা অন্তত ৪০ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৮০ জন।
স্থানীয় সময় গতকাল মঙ্গলবার ভোররাতে ভয়াবহ এক বিমান হামলার এ ঘটনা ঘটে।
বিবিসির এক প্রতিবেদন থেকে জানা যায়, হতাহতদের অধিকাংশই আফ্রিকান অভিবাসী। তারা ইউরোপে পাড়ি দেয়ার জন্য লিবিয়ার পথ বেছে নিয়েছিলেন। উন্নত জীবনের আশায় এ পথ ধরেই সহজে ইউরোপে প্রবেশ করেন বিভিন্ন দেশের অভিবাসীরা।
দেশটির জরুরি সেবা বিভাগের মুখপাত্র ওসামা আলী ফরাসী এএফপিকে বলেন, বিমান হামলার সরাসরি শিকার ওই ভবনটিতে ১২০ জন অভিবাসী ছিলেন। ফলে নিহতের সংখ্যা আরও বাড়তে পারে।
এ হামলার জন্য স্বঘোষিত লিবিয়ান ন্যাশনাল আর্মিকে (এলএনএ) দায়ী করেছেন জাতিসংঘ সমর্থিত লিবীয় সরকারের (জিএনএ) প্রধানমন্ত্রী ফায়েজ আল-সেররা। সরকারি এক বিবৃতিতে এটিকে ‘সুনির্দিষ্ট টার্গেটে পরিকল্পিত হামলা বলে উল্লেখ করা হয়।
উল্লেখ্য, ২০১১ সালে আরব বসন্তের জেরে লিবিয়ায় ছড়িয়ে পড়া গৃহযুদ্ধের ফলে দীর্ঘদিনের স্বৈরশাসক মুয়াম্মার আল গাদ্দাফির পতন হয় এবং তিনি বিদ্রোহীদের হাতে নিহতও হন। এরপর থেকে দেশটি শাসন ক্ষমতা নিয়ে বিদ্রোহী দুই পক্ষের মধ্যে লড়াই চলছে। আর এতে নিহত হচ্ছে হাজার হাজার মুসলিম নাগরীক।
-এটি