মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
মাদারীপুরে ‘প্রথম আলো’ ও ‘ডেইলি স্টার’ পোড়ালেন ছাত্র-জনতা ইউপি সদস্যকে হত্যা করতে এসে আগ্নেয়াস্ত্রসহ আটক ৩ চিন্ময়কে মুক্তি না দিলে বাংলাদেশ সীমান্ত অবরোধের হুমকি বিজেপির পিটিআইয়ের সমাবেশ ঠেকাতে পাকিস্তানে নামানো হলো সেনাবাহিনী ‘জাতীয় ছাত্র সংহতি সপ্তাহ’ ঘোষণা করল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সৌদির সেবা কোম্পানির সঙ্গে হজ এজেন্সির চুক্তির নির্দেশনা মহেশখালী থানার বিশেষ অভিযানে পরোয়ানাভুক্ত ১১ জন আসামি গ্রেফতার বৃষ্টির সময় কাবা প্রাঙ্গণে নামাজ আদায় ওমরা পালনকারীদের নিউ বসুন্ধরা রিয়েল এস্টেট গ্রাহকদের মূলধন ফেরত পাওয়ার দাবিতে সংবাদ সম্মেলন মাওলানা আতহার আলীকে বাদ দিয়ে জাতীয় ইতিহাস রচিত হতে পারে না: ধর্ম উপদেষ্টা

রেলের নতুন মহাপরিচালক শামসুজ্জামান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বাংলাদেশ রেলওয়ের নতুন মহাপরিচালক (ডিজি) হিসেবে নিয়োগ পেলেন অতিরিক্ত মহাপরিচালক (রোলিং স্টক) মো. শামসুজ্জামান।

আগামীকাল বৃহস্পতিবার (০৪ জুলাই) থেকে তিনি দায়িত্ব গ্রহণ করবেন।

আজ বুধবার (০৩ জুলাই) রেলপথ মন্ত্রণালয় থেকে জারি করা রাষ্ট্রপতির আদেশক্রমে সহকারী সচিব ওয়াহেদুর রশীদ স্বাক্ষরিত ওই প্রজ্ঞাপনে বলা হয়, ‘পুনরাদেশ না দেওয়া পর্যন্ত মো. শামসুজ্জামান অতিরিক্ত মহাপরিচালক (আরএস) বাংলাদেশ রেলওয়ে রেলভবন ঢাকাকে বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালকের শূন্য পদে চলতি দায়িত্বে নিয়োগ দেওয়া হলো। এই আদেশ বৃহস্পতিবার (৪ জুলাই) থেকে কার্যকর হবে।’

উল্লেখ, এর আগে রেলের মহাপরিচালকের দায়িত্ব পালন করেন কাজী রফিকুল আলম। বুধবার (০৩ জুলাই) তার শেষ কর্মদিবস ছিলো। বৃহস্পতিবার থেকে তিনি অবসরে যাবেন।

মো. শামসুজ্জামান ১৯৮৩ সালে বুয়েট থেকে মেকানিক্যাল ইঞ্জিনিয়ার হিসেবে পাশ করে ১৯৮৫ সালে পাবলিক সার্ভিস পরীক্ষা উত্তীর্ণ হোন। কর্মজীবনের শুরু বাংলাদেশ রেলওয়েতে। এরপর তিনি রেলওয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। মহাপরিচালক হওয়ার আগে ২০১৬ সাল থেকে অতিরিক্ত মহাপরিচালক (রোলিং স্টক) (২য় গ্রেড) দায়িত্ব পালন করে আসছিলেন।

পেশাগত জীবনে তিনি বহু প্রশিক্ষণে অংশগ্রহন করেন। পেশাজীবনের বাইরে সাহিত্যের প্রতি ঝোঁক রয়েছে। লিখেছেন একাধিক পুস্তক। লেখার মূল উপজীব্য মুক্তিযুদ্ধ। তার প্রকাশিত গ্রন্থের মধ্যে রয়েছে ‘খালপাড়ের পদাবলী’ (গল্প গ্রন্থ), ‘খাম্বিরির গন্ধ’ (গল্প গ্রন্থ), ‘স্বপ্নের দোলাচল’ (গল্পগ্রন্থ),‘বানভাসি একজন’ ( কবিতা) ও নানারকম পদ্য (নিবন্ধ) এবং সংঘ প্রকাশনী থেকে ‘ঘুমন্ত চাঁদ’ (কবিতা) ইত্যাদি।

-এটি


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ