আওয়ার ইসলাম: কুড়িল বিশ্বরোড হয়ে রামপুরা-বাড্ডা-সায়েদাবাদ, গাবতলী-আসাদগেট-মিরপুর রোড হয়ে আজিমপুর ও সিটি কলেজ থেকে শাহবাগ পর্যন্ত সড়কে রিকশা চলাচল বন্ধের সিদ্ধান্ত নেয়া হয়েছে।
জানা যায়, আগামী রোববার থেকে এ সিদ্ধান্ত কার্যকর হবে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন মেয়র সাঈদ খোকন।
তিনি বলেন, ঢাকা শহরের সড়কে যানবাহনের শৃঙ্খলা ফিরিয়ে আনতে ডিটিসিএর একটি কমিটি গঠিত হয়। এই কমিটির প্রথম বৈঠক ঢাকা শহরের বিভিন্ন সড়ক থেকে রিকশা, লেগুনা, হিউম্যান হলারসহ বিভিন্ন অবৈধ এবং অনুমোদনহীন যানবাহন চলাচল বন্ধ করার সিদ্ধান্ত নেয়া হয়েছে।
একই সঙ্গে ফুটপাতে জনগণের হাঁটার পথ নির্বিঘ্ন করতে অতীতে বহুবারের মতো হকার উচ্ছেদের ঘোষণাও দিয়েছেন মেয়র।
রাজধানীতে বিমানবন্দর সড়ক, ফার্মগেট হয়ে শাহবাগ, মিরপুর রোডের প্রধান সড়কে আগে থেকে রিকশা নিষিদ্ধ রয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) চেয়ারম্যান মশিয়ার রহমান, বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশনের (বিআরটিসি) চেয়ারম্যান ফরিদ আহমেদ ভূঁইয়া, ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার (ট্রাফিক) মফিজ উদ্দিন আহমেদ প্রমুখ।
-এটি