আবদুল্লাহ তামিম ♦
ইন্দোনেশিয়ার একটি মসজিদে কুকুর নিয়ে প্রবেশ করায় এক নারীর বিরুদ্ধে মামলা করা হয়েছে। তাকে জিজ্ঞাবাদের পুলিশ তাকে মানসিক রুগী বলে ধারণা করছেন।
দ্যা ইন্ডিপেন্ডেন্ট নিউজের বরাতে জানা যায়, ইন্দোনেশিয়ার এ নারী একজন খ্রিস্টান। তিনি মসজিদে কুকুর নিয়ে প্রবেশ করার একটি ভিডিও রেকর্ডও সামাজিক মাধ্যমে শেয়ার করেছেন।
এ ঘটনা ঘটেছে রাজধানী জাকার্তার দক্ষিণে বোগোর শহরে। সামাজিক যোগাযোগ মাধ্যমে নিন্দার ঝড় উঠলে পুলিশ তাকে গ্রেফতার করে।
ভিডিওটিতে দেখা যায়, তিনি কুকুর সঙ্গে নিয় মসজিদে জুতা পরে প্রবেশ করেছেন। অথচ মসজিদ আল্লাহর ঘর হিসেবে মুসলিমরা জুতা খুলে প্রবেশ করে। কুকুরও একটি নাপাক বা অপবিত্র প্রাণী হিসেবে গ্রহণ করা হয়।
বোগোর শহরের পুলিশ প্রধান আন্দি মুহাম্মাদ ডিকি জানান, মেয়েটি যা করেছে আমরা তার নিন্দা করছি। আমরা তাকে গ্রেফতারও করেছি। তদন্ত চলছে। অচিরেই ব্যবস্থা নেয়া হবে। সূত্র: ইন্ডিপেন্ডেন্ট নিউজ
-এটি