আওয়ার ইসলাম: আদলতে উপস্থিত হয়েছেন সুদানের ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট ওমর আল বাশির।
সুদান অ্যাটর্নি জেনারেল সেদেশের ক্ষমতাচ্যুত প্রেসিডেন্টের আপিলের সময় শেষ হওয়ার পর তার কেসটি আদালতে তোলা হয়েছে।
সুদানের অ্যাটর্নি জেনারেল আলাউদ্দিন সৈয়দ আহমেদ গতকাল শনিবার এক সংবাদ সম্মেলনে বলেছেন, সুদানের ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট ওমর আল বাশির আপিলের এক সপ্তাহ সময় অতিবাহিত হওয়ার বিচারের জন্য তাকে আদালতে হাজির করা হবে।
তিনি আরও বলেন, সাবেক শাসকের বিভিন্ন কর্মকর্তাদের বিরুদ্ধে ৪১টি মামলা দায়ের করা হয়েছে। অভিযুক্ত ব্যক্তিদের আগামী সপ্তাহের মধ্যে গ্রেফতার করা হবে।
উল্লেখ্য, সুদানে সামরিক অভ্যুত্থানের পর সেদেশের প্রেসিডেন্ট ওমর আল বাশিরকে ক্ষমতাচ্যুত করা হয়। ৩০ বছর ক্ষমতায় থাকার পর তাকে ক্ষমতা থেকে বরখাস্ত করে গ্রেফতার করা হয়।
-এটি