আবদুল্লাহ তামিম
চলতি বছর রমজানে সৌদি আরব শুধু উমরাহ পালন করতে ভিসা জমা দিয়েছে প্রায় ৮ মিলিয়ন।
সৌদি আরবের হজ মন্ত্রণালয়ের বরাতে জানা যায়, এ বছর জারি করা উমরাহর ভিসার সংখ্যা ৭,৬৫০,৭৩৬ এ পৌঁছেছে।
সৌদি সংবাদ সংস্থা জানায়, মক্কায় ২৭৮,৩৬৮ ও মদিনায় ২২৬,৪৪১, অন্যান্য এলাকা বা শহরে আরো ৫০৪,৮০৯ জন উমরাহ পালনকারী এখনো রয়েছে।
উমরাহ পালনকারীদের মধ্যে প্রায় ৬,৫৫০,৫২০ আকাশ যোগে সৌদি আরবে গিয়েছেন। ৭০৭,৯৫৫ জন স্থল পথে বিভিন্ন দেশ থেকে এসেছেন। জলপথে এসেছেন প্রায় ১৩৫,১৮২ জন উমরাহ পালনকারী।
সবচেয়ে বেশি সংখ্যক উমরাহ পালনকারী এসেছে পাকিস্তান থেকে (১,৬৫৭,৭৭৭) ইন্দোনেশিয়া থেকে (৯৬৭১২৫), ভারত (৬৫০৪৮০), মিশর (৫৩৯০৪৫), আলজেরিয়া (৩৬৫৬২৮), ইয়েমেন (৩৩৮৬১৮), তুরস্ক (৩২১৪৯৪), মালয়েশিয়া (২৭৮৬৭৮), ইরাক (২৭৭৫৭১) এবং জর্ডান থেকে (২১৬১৬৫)।
সৌদি সরকার অগ্রাধিকারের ভিত্তিতে উমরাহ ও হজ পালনকারীদের জন্য দেশে এখন সবচেয়ে বড় বাজেট নির্ধারণ করা হয়েছে। তাদের জন্য পরিসেবা বৃদ্ধি করা হয়েছে।
সৌদি আরবের ভিষণ ২০৩০ কে সামনে রেখে সরকার নানান সংস্কার পরিকল্পনা গ্রহণ করছে। ৩০ লক্ষেরও বেশি উমরাহ তীর্থযাত্রী গমনের ব্যবস্থাপনাও চলছে।
হজ্জমন্ত্রী মুহাম্মদ সালেহ বলেন, মন্ত্রণালয় হজ ও উমরাহ কোম্পানীগুলিকে নানান সুবিধা দিচ্ছে। বিশেষ কিছু প্রতিষ্ঠানের আওতায় পরিসেবাগুলোকে আরো সহজ করে তোলার চেষ্টা করছে।
সূত্র: আরব নিউজ
-এটি