আওয়ার ইসলাম: সিরাজগঞ্জ জেলা প্রশাসক কামরুন নাহার সিদ্দীকা জেলার কোনো স্কুলে মোবাইল ফোন নিয়ে শিক্ষার্থীরা যাতে প্রবেশ করতে না পারে সেজন্য পদক্ষেপ নিতে শিক্ষা বিভাগকে নির্দেশনা দিয়েছেন।
তিনি বলেন, আমরা ডিজিটাল যুগে প্রবেশ করেছি। ইন্টারনেট ব্যবহারের সুফল ও কুফল রয়েছে। স্কুল পড়ুয়া শিক্ষার্থীরা খারাপ দিক ব্যবহারে যাতে উৎসাহী না হয় সে জন্য শিক্ষকদের ভূমিকা রয়েছে। এ তরুণরাই আগামী দিনের বাংলাদেশ নির্মাণ করবে। তাদের তথ্যপ্রযুক্তির প্রকৃত শিক্ষায় শিক্ষিত করা আমাদের দায়িত্ব।
মঙ্গলবার (১১ জুন) দুপুরে সিরাজগঞ্জ জেলা আইনশৃংখলা কমিটির মাসিক সভায় সভপতির বক্তব্যে ডিসি কামরুন নাহার সিদ্দীকা এসব কথা বলেন।
সভায় সিরাজগঞ্জের ভারপ্রাপ্ত পুলিশ সুপার আবু ইউসুফ রমজান ও ঈদে অপরাধ খুবই কম হওয়া এবং যানবাহন চলাচল স্বাভাবিক থাকায় সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তোফাজ্জল হোসেন, সিরাজগঞ্জ সদর উপজেলা চেয়রম্যান রিয়াজ উদ্দিন, সিনিয়র সাংবাদিক হেলাল আহমেদসহ জেলা পর্যায়ের কর্মকর্তা, উপজেলা নির্বাহী কর্মকর্তাগণ সভায় বক্তব্য রাখেন।
-এএ