আওয়ার ইসলাম: ভারতের বিহারের মুজফফরপুরে গত ৪৮ ঘণ্টায় ৩৬ শিশুর মৃত্যু হয়েছে। অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি ১৩৩ জন।
আন্তর্জাতিক গণমাধ্যমের বরাতে জানা যায়, কর্মকর্তারা বলছেন শিশুদের অসুস্থ হওয়ার কারণ হাইপোগ্লেসিমিয়া।
যদিও এর আগে মুজফফরপুরে জেলার শ্রী কৃষ্ণ মেডিক্যাল কলেজের সুপার এস কে সাহি বলেন, ‘এনকেফেলাইটিস (অতিরিক্ত রক্তচাপজনিত) সমস্যাই ছিল শিশু মৃত্যুর কারণ।
প্রচণ্ড গরমে শিশুরা অসুস্থ হয়ে জেলার বিভিন্ন সরকারি এবং বেসরকারি হাসপাতালে নানা রকম শারীরিক জটিলতা নিয়ে ভর্তি হচ্ছে। বেশিরভাগ শিশুর বয়স ১৫ বছরের নিচে।’
বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার উদ্বেগ প্রকাশ করে বলেন, ‘স্থানীয়দের মধ্যে সচেতনতার অভাব রয়েছে। পাশাপাশি সন্তানদের খালি পেটে না রাখার মতো বিষয় মাথায় রাখলেই সমস্যা এড়িয়ে যাওয়া যাবে। যদিও গত দু ‘বছরে শিশু মৃত্যুর হার কম থাকলেও এ বছরে তা বেড়ে গিয়েছে।’
এদিকে, তিনি জেলার বিভিন্ন হাসপাতালে গিয়ে চিকিৎসকদের সঙ্গে দেখা করে সুনির্দিষ্ট কারণ জানতে চান। ও শিশুদের বাবা-মায়ের সঙ্গে তিনি কথা বলেন।
-এটি