আওয়ার ইসলাম: ভারতের অরুণাচল প্রদেশে সিয়াং জেলায় উদ্ধার হল ভারতীয় বিমানবাহিনীর নিখোঁজ বিমান এএন-৩২র ধ্বংসাবশেষ।
রাডার থেকে হারিয়ে যাওয়ার সময় বিমানটিতে ১৩জন যাত্রী ছিলেন। এদের মধ্য সাত জন বিমানবাহিনীর পাইলট এবং ছয় জন অফিস-কর্মী।
বর্তমানে সিয়াং দুর্গম ওই এলাকায় অভিযান চলছে। ধারণা করা হচ্ছে বিমানের সকল যাত্রী ও ক্রু নিহত হয়েছেন।
একটি মি-১৭ হেলিকপ্টার বিমানের ধ্বংসাবশেষ খুঁজে পায় বলে জানা গিয়েছে। আসামের জোড়হাট থেকে উড্ডয়নের কিছু পরেই রাডার থেকে বিচ্ছিন্ন হয়ে যায় বিমানটি। অরুণাচল প্রদেশের চিন সীমান্তের কাছে মেনচুকা অ্যাডভান্সড ল্যান্ডিং গ্রাউন্ডের দিকে যাচ্ছিল এএন-৩২ বিমানটি।
গত ৩ জুন বেলা সাড়ে বারোটায় উড্ডয়ন করার পরে একটা নাগাদ রাডার থেকে হারিয়ে যায় বিমানটি। সেই থেকেই বিমানটির খোঁজে তল্লাশি অভিযান চলছিল।
-এটি